গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষকসহ দু’জনের জামিন নামঞ্জুর
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় মোস্তফা কামাল সুমনসহ দুই জনের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেন এই আদেশ দেন।
গাইবান্ধার কোর্ট পরিদর্শক আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করে জানান, কারাবন্দিরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল সুমন (৪৩)। তিনি পৌর এলাকার বুজরোক বোয়ালিয়া গ্রামের (প্রধানপাড়ার) সোলায়মান আলীর ছেলে। অপরজন উপজেলার নাকাই ইউনিয়নের পোগইল গ্রামের ওয়াহেদুন্নবী সরকার নুনুর ছেলে রায়হান ফরহাদ লিখন (৩৫)। এর আগে সকালে তারা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে উপজেলা জামায়াত নেতৃবৃন্দের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধানের ছেলে তানভীরসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। সে সময় মামলা নেয়নি প্রশাসন। এ ঘটনার ১০ বছর পর গত বছরের ১৪ নভেম্বর গোবিন্দগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন তানভীর।
আরও পড়ুনএতে ওই দুইজন ছাড়াও ১১ জনকে আসামি করা হয়। ওই মামলা সুমন ও লিখন আদালতে জামিনের আবেদন করলে বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর ৯জন আসামি পলাতক রয়েছেন।
মন্তব্য করুন