ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর বন্ধু নিহত

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর বন্ধু নিহত

নাটোর ও লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর বন্ধু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কদিমচিলান ইউনিয়নের সেকচিলান গ্রামীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-কদিমচিলান ইউনিয়নের ধলা গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৬), একই এলাকার রতনর সরকারের ছেলে স্বপন (১৯) এবং সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৬)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে ওই তিনজন একটি মোটরসাইকেলযোগে লালপুর উপজেলার ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। পথে সেকচিলান এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যায়, আর গুরুতর আহত হয় স্বপন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়।

আরও পড়ুন

ওসি বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে ট্রাকটি জব্দ করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর অঞ্চলে গরু দিয়ে হালচাষের চিত্র আর নেই 

সারিয়াকান্দিতে নৌবন্দর বাস্তবায়ন করার কাজ চলছে – ডিসি বগুড়া

ট্রাম্পের প্রত্যাবর্তন স্বস্তির হোক

দিনাজপুরের বিরামপুরে ১২টি স্বর্ণের বার উদ্ধার

রংপুরের পীরগঞ্জে মাচায় টমেটো চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন কৃষক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত