ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

সারিয়াকান্দিতে নৌবন্দর বাস্তবায়ন করার কাজ চলছে – ডিসি বগুড়া

সারিয়াকান্দিতে নৌবন্দর বাস্তবায়ন করার কাজ চলছে – ডিসি বগুড়া। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেছেন, সারিয়াকান্দিতে নৌবন্দর চালু ও বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটি বাস্তবায়ন হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তাবনা নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে উপজেলার উপর দিয়ে বহমান যমুনা নদী ড্রেজিং এর আওতায় থাকবে, ফলে শুকনা মৌসুমেও নদীর নাব্যতা বিরাজমান থাকবে। এছাড়া নৌবন্দর বাস্তবায়ন হলে এ এলাকার মানুষ নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।

এ এলাকার অনেক বেকার যুবক বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকার সুযোগ পাবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। শীতকালে দুর্গম চরাঞ্চল বিবেচনায় অন্যান্য উপজেলার চেয়ে সবচেয়ে বেশি পরিমাণে শীতবস্ত্র সারিয়াকান্দি সোনাতলা ও ধনুটে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার পৌর এলাকার কালিতলা নৌঘাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সারিয়াকান্দি থানা, সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সারিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীঘলকান্দি কমিউনিটি ক্লিনিক ও সারিয়াকান্দি ভূমি অফিস পরিদর্শন করেন।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহতাবুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা প্রভাষ চন্দ্র সরকার, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, সারিয়াকান্দি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজুর রহমান, সারিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর অঞ্চলে গরু দিয়ে হালচাষের চিত্র আর নেই 

সারিয়াকান্দিতে নৌবন্দর বাস্তবায়ন করার কাজ চলছে – ডিসি বগুড়া

ট্রাম্পের প্রত্যাবর্তন স্বস্তির হোক

দিনাজপুরের বিরামপুরে ১২টি স্বর্ণের বার উদ্ধার

রংপুরের পীরগঞ্জে মাচায় টমেটো চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন কৃষক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত