ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

মিরপুরে ২১ বিঘা জমি দখলমুক্ত,বিপাকে কয়েক হাজার পরিবার

মিরপুরে ২১ বিঘা জমি দখলমুক্ত,বিপাকে কয়েক হাজার পরিবার, ছবি: সংগৃহীত

‘ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি’র ২১ বিঘা জমি দখলমুক্ত হলেও, বিপাকে কয়েক হাজার পরিবার। দিনভর উচ্ছেদ-অভিযানের পর, বস্তির খোলা আকাশের নিচেই রাত কাটায় পরিবারগুলো।

রাতভর সড়কের ওপর আসবাবপত্র পাহারা দিচ্ছেন ঝিলপাড় এলাকার এই বাসিন্দা। অভিযানে ভেঙ্গে দেয়া হয়েছে অনেকের মাথা গোজার ঠাঁই। মাসের শেষে, পরিবার-পরিজন নিয়ে কোথায় আশ্রয় নিবেন তারা, পাচ্ছেন না সেই দিশাও।একই পরিস্থিতি প্রায় কয়েক হাজার পরিবারের। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন এলাকাটির বাসিন্দা। জানান-পূর্ব-নোটিশ দিলেও, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অভিযানে তারা পড়েছেন বিপাকে। তাই অনেকটা বাধ্য হয়েই, খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অনেকে। কেউ আবার রওনা দিয়েছেন গ্রামের উদ্দেশ্যে। অভিযানের পর, রীতিমত ধংসস্তূপে পরিনত হওয়া মিরপুর-১২ নম্বরের ঝিলপাড় এলাকা।

মূলত, ২০০৬ সালে সাংবাদিকদের আবাসনের জন্য বরাদ্দ দেয়া ৭ একর জায়গা দীর্ঘদিন দখলে রেখেছিলেন স্থানীয় সাবেক এমপি ইলিয়াস মোল্লাহ। গড়ে তোলেন অবৈধ স্থাপনা এবং গরুর খামার।জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বলছেন, দখলদারদের কোন ছাড় দেয়া হবে না। যতো প্রভাবশালীই হোক, সরকারি জমি দখলকারীর বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

আরও পড়ুন

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক বলেন, অনেক আগেই ঢাকা সাংবাদিক বহুমুখী সমবায় সমিতিকে এই জায়গা বরাদ্দ দেয়া হয়েছিলো। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই অভিযান বাস্তবায়ন করা হচ্ছে।দেশের রাজনৈতিক পট পরিবর্তনেও থেমে নেই ইলিয়াস মোল্লা। মিরপুর এলাকায় অনেক সরকারি সম্পদ এখনও তার দখলে। অবিলম্বে সেসব সরকরি সম্পদ উদ্ধারের দাবি স্থানীয়দের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনও তল্লাশি চলছে বোমা হামলার হুমকি পাওয়া বিমানে

বিশ্বকাপের দুয়ারে বাংলাদেশ, অপেক্ষায় ‘ফাইনাল’ 

পুলিশকে দ্রুততম সময়ে গোলাপি রঙের পোশাক দেওয়া উচিত- উমামা

ফরিদপুরে অভিযানে ‘স্থানীয়দের হামলায়’ ৩ ডিবি সদস্য আহত

নাটকীয় প্রত্যাবর্তনে ৯ গোলের ম্যাচে বার্সার জয়

খালেদা জিয়ার সার্বিক  চিকিৎসার সর্বশেষ যা জানা গেলো