দুই লাখ শান্তিরক্ষী চাইলেন জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ হলেও ভবিষ্যৎ রুশ হামলা প্রতিরোধে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনীর অন্তত দুই লাখ সদস্য মোতায়েন করা প্রয়োজন বলে মঙ্গলবার (২১ জানুয়ারি) মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সুইজারল্যান্ডের ডাভোস শহরে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতা দানকালে ইউরোপের প্রতিরক্ষা নিশ্চিতের জন্য মহাদেশটির নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ভাষণের পর এক সাক্ষাৎকারে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে প্রশ্ন করা হলে জেলেনস্কি বলেছেন, পুরো ইউরোপ থেকে অন্তত দু’লাখ সদস্য প্রয়োজন। এছাড়া কোনও লাভ হবে না। তড়িঘড়ি কোনও যুদ্ধবিরতিতে গেলে তা ইউক্রেনের জন্য উল্টো ক্ষতির কারণ হতে পারে বলে ধারণা অনেকের। ভবিষ্যৎ রুশ হামলা প্রতিহত করার জন্য নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে কিয়েভ ও তার পশ্চিমা মিত্রদের মধ্যে। সেখান থেকেই শান্তিরক্ষী মোতায়েনের বিষয়টিও উঠে আসে।
আরও পড়ুনপ্রায় পুরো ফরাসি সেনাবাহিনীর সমান সংখ্যক সদস্য চেয়ে বসেছেন জেলেনস্কি। ২০২০ সালে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদন অনুযায়ী, দেশটির সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা দু’লাখের কিছু ওপরে। ইউক্রেনীয় নেতার দাবি, সংখ্যাটা এর চেয়ে কম হলে রাশিয়ার বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত হবে না। কারণ মস্কোর সেনাসদস্য প্রায় ১৫ লাখ আর কিয়েভের আছে তার কেবল অর্ধেক। খবর : রয়টার্স
মন্তব্য করুন