সংস্কার অপরিহার্য
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ছাত্র-জনতার অনুরোধে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি রাষ্ট্র সংস্কারের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশে ভাষণে তিনি রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন পূরণে অঙ্গীকার ব্যক্ত করেন। এই লক্ষ্যে তিনি সমস্ত শক্তি নিয়ে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস গত ১১ সেপ্টেম্বর নির্বাচন ব্যবস্থা, সংবিধান, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। গত ৩ অক্টোবর এই ছয় কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন ছাড়া অন্য পাঁচটি কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। ৬ অক্টোবর প্রজ্ঞাপন জারি করা হয় সংবিধান সংস্কার কমিশনের। গত ১৮ নভেম্বর নতুন আরো পাঁচটি সংস্কার কমিশন গঠন চূড়ান্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত বুধবার প্রধান উপদেষ্টার হাতে তাদের সংস্কার প্রতিবেদন তুলে দেন স্ব স্ব সংস্কার কমিশনের প্রধানগণ।
জাতীয় সংসদের মেয়াদ চার বছর ও প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দুবার দায়িত্ব পালনের সুযোগসহ ব্যাপক পরিবর্তনের সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে চার সংস্কার কমিশন। একই ব্যক্তি যাতে প্রধানমন্ত্রী, দল ও সংসদের নেতা না হন এবং রাষ্ট্রপতির মেয়াদও চার বছর করার প্রস্তাব করা হয়েছে। এসব সুপারিশের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলের নেতারা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কারগুলো সবার আগে সম্পাদন করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা উচিত। নির্বাচনের পর গঠিত জনগণের পার্লামেন্টের মাধ্যমে বাকি সংস্কারগুলো করতে হবে।
রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, তারা সংস্কারের বিপক্ষে নয়। এটা একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কারের সুপারিশগুলো পাওয়া যাবে বা গেছে, সেগুলোর মধ্যে নির্বাচনি স্টেক হোল্ডাররা যেগুলো নিয়ে একমত সেসব বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শুরু করা দরকার।
আরও পড়ুনতবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতের সব জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হব্।ে সব প্রতিষ্ঠান সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চান তারা। তবে সেটি অনির্দিষ্টকালের জন্য নয়। এদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকু সময় দেওয়া উচিত, যতটুকু সময়ের মধ্যে রাষ্ট্র একটি শৃঙ্খলায় আসবে এবং নির্বাচনের জন্য একটি সমতল পরিবেশ সৃষ্টি হবে। তিনি বলেন, প্রয়োজনীয় সময় না দিলে তারা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করতে পারবে না। তারা অত্যন্ত স্বচ্ছ। দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে রাখবে না। যথাসময়ই নির্বাচন দেবে। তারা কিন্তু জোর করে ক্ষমতা নেয়নি। জাতি তাদের দায়িত্ব দিয়েছে।
আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন অনেক চ্যালেঞ্জ। নানা আবর্জনায় অনেক কাল ধরে কলুষিত হচ্ছিল স্বদেশ। সুস্থ জনকল্যাণমুখী রাজনীতি ও সুশাসন ছিল অধরা। একটি অচলায়তন তৈরি হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ছড়িয়ে পড়ে। নির্বাচনী গণতন্ত্র বিপন্ন হয়, আমরা এখন আশায় বুক বাধছি একটি আবর্জনামুক্ত শুচিশুভ্র বাংলাদেশ দেখতে পাওয়া যাবে। কিন্তু তার জন্য বড় বড় চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে; তৈরি করতে হবে উপযুক্ত পরিবেশ।
আমরা মনে করি, ফ্যাসিবাদমুক্ত ২০২৫ এলো নতুন সম্ভাবনা নিয়ে এটি একটি নতুন সূর্যের মতো, যা সমস্ত অন্ধকারকে আলোকিত করবে। আমাদের সামনে রয়েছে নতুন লক্ষ্য, নতুন উদ্যম এবং নতুন সুযোগ। আমাদের আগামী দিনগুলো সেই সাহস এবং শক্তি নিয়ে আসুক, যাতে আমাদের প্রত্যাশা এবং স্বপ্নগুলো পূর্ণ করতে পারি। ৫ আগষ্ট আমাদের শিখিয়েছে যে, প্রতিকূলতা সব সময় আমাদের শক্তিশালী করে, আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আবর্জনাগুলো দূর করব এবং সংস্কারের মাধ্যমে একটি স্থিতিশীল গণতান্ত্রিক এবং শক্তিশালী অর্থনীতির রাষ্ট্রে পরিণত হবো। এ জন্য আমরা ৫ আগষ্টের চেতনায় জাতীয় ঐক্য চাই।
মন্তব্য করুন