ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ৬ মাদকসেবীর জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ৬ জনের জেল-জরিমানা। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মদ ও গাঁজাসহ মাদক সেবনের দায়ে ৬ মাদকসেবীর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল মঙ্গলবার রাত ৮টায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট রুমানা আফরোজ এই দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আপেল মাহমুদ (৩৩), সান্তাহার পৌরসভার উপর পোঁওতা গ্রামের আলাউদ্দিন প্রামানিকের ছেলে আকাশ প্রামানিক (২৫), জয়পুরহাট সদরের কেন্দলী গ্রামের আশিনাথ বর্মনের ছেলে অরবিন্দু বর্মন (৩৭), একই জেলার আক্কেলপুর উপজেলার মানিকপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে শাকিল হোসেন (২৫), একই উপজেলার পাঠনধারা গ্রামের হরেরামের ছেলে উদয় চন্দ্র (৪১) ও নওগাঁ সদরের ভবানীপুর গ্রামের আজিজ মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের সদস্যরা গত মঙ্গলবার আদমদীঘি উপজেলা, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মদ ও গাঁজাসহ মাদকদ্রব্য সেবনের অপরাধে ওই ছয়জন মাদকসেবীকে আটক করা হয়।

আরও পড়ুন

আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করার পর ভ্রাম্যমাণ আদালতে অরবিন্দু বর্মন, আশরাফুল ইসলাম, উদয় চন্দ্র, শাকিল হোসেনকে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও আকাশ প্রমানিককে ৬ মাস, আপেল মামমুদকে ২ মাস বিনাশ্রম কারাদন্ড প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় বিএনপির দু’গ্রুপের মুখোমুখি অবস্থান, ১৪৪ ধারা জারি

কুড়িগ্রামের উলিপুরে নকল সন্দেহে ৪১৮ বস্তা টিএসপি সার জব্দ

নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

বগুড়া শাজাহানপুরের শীর্ষ সন্ত্রাসী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামানকে ঢাকা থেকে গ্রেপ্তার

দেশ ও মানুষের স্বার্থে সংস্কার প্রত্যাশী জামায়াত : মিয়া গোলাম পরওয়ার

বগুড়ার শেরপুরে তৌহিদ ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা