ফেব্রুয়ারিতে জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন
আন্তর্জাতিক ডেস্ক: জুলাই ও আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে চালানো নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কমিশনার ভলকার তুর্ক। ফেব্রুয়ারির মধ্যভাগে প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালে এ তথ্য জানান ভলকার তুর্ক।
তিনি জানান, প্রতিবেদনটি প্রকাশের আগে জেনেভার জাতিসংঘ অধিকার কার্যালয় থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করা হবে। এসময় জুলাই-আগস্টে সংঘটিত অপরাধগুলো তদন্ত করার ধন্যবাদ জ্ঞাপন করেন ড. ইউনূস।
জাতিসংঘের মহাসচিব এন্তেনিও গুতারেস ও মানবাধিকার বিষয়ক প্রধান কমিশনার ভলকার তুর্কের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহিত।
প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি প্রধান স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময়ে প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলো একে অপরকে পরিপূরক হিসেবে কাজ করতে পারবে বলেও উভয়ে সহমত পোষণ করেন।
আরও পড়ুনএসময় ড. ইউনূস জাতিসংঘের মানবাধিকার প্রধানকে রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়াও তিনি মিয়ানমারের রাখাইন অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরির প্রস্তাব দেন, যাতে রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে প্রবেশ বন্ধ করা যায়।
রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের কথাও তোলেন প্রধান উপদেষ্টা। বলেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে বৈশ্বিক মনোযোগ আনবে।
মিয়ানমারের বিষয়ে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তুর্ক জানান, তিনি এ বিষয়ে মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে আলোচনা করছেন। এছাড়া এ বিষয়ে একটি সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ফিরিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও একমত পোষণ করেন তিনি।
সাক্ষাতে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন