জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখার আহবান হাসনাতের
নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্য রাখতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি সামনে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সরকারকে পরামর্শ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘সামনে রোজা আসছে। জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখতে হবে। দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে হবে।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরো বলেন, ‘ভ্যাটের জালে জনগণ ও ব্যাবসায়ীদের দুর্বল না করে দিয়ে বরং এর বিকল্প খুঁজে বের করতে হবে; এবং তা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে।’
আরও পড়ুনএর আগে গতকাল বুধবারও এক পোস্টে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে পোস্ট করেছিলেন হাসনাত। ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘এই দেশের অধিকাংশ মানুষ সহজ-সরল জীবন যাপনে অভ্যস্ত। দেশটা কেমন আছে সেটাও তারা বোঝার চেষ্টা করেন সহজ হিসাব নিকেশের মধ্যেই। যখন চালের দাম বাড়ে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, বাবা-মা-সন্তানের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে ব্যর্থ হয় মানুষ, তখন তারা ধরে নেয় দেশটা ভালো নেই। লুটপাটের অর্থনীতি জারি রেখে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে ফ্যাসিজমের দোসররা। রাষ্ট্রীয় প্রকল্পগুলো থেকে জনগণের কোটি কোটি টাকা আত্নসাৎ করে আমাদের অর্থনীতিকে করেছে ভঙ্গুর। চাঁদাবাজির অত্যাচারে অতীষ্ট হয়ে অনেক তরুণ উদ্যোক্তা ব্যবসা করতে পারেনি। কিন্তু বিগত স্বৈরাচার আমাদের বলতে দিতো না। জুলাইয়ের স্বাধীনতায় গণমানুষ আবার নিজেদের কথা বলার, হতাশা ব্যক্ত করার, প্রতিবাদ করার সক্ষমতা ফিরে পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘মজলুম মানুষের এই নানামুখী যন্ত্রণা দিনশেষে ফ্যাসিজমের কবর রচনা করেছে বাংলাদেশে। এদেশের মানুষকে দমন করে, নিপীড়ন করে, অত্যাচার করে শাসন করা অসম্ভব। আজ হোক বা কাল-আমরা প্রতিবাদ করবোই।’
মন্তব্য করুন