টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম আবদুস সালাম (৫০)। তিনি উপজেলার হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান চালাতেন।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে সালাম তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে মকবুলের চায়ের দোকানে তিনি চা পান করেন। বেশ রাত হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকেন। আজ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে উত্তর দিকে প্রায় ৫শ’ মিটার দূরে নিজের লেবুবাগানে সালামের লাশ দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় লোকজনের ভাষ্য, নিহত সালামের ছেলে কুয়েতপ্রবাসী। আর মেয়ের কয়েক বছর আগে বিয়ে হয়েছে। সহজ-সরল আবদুস সালামকে কেউ এভাবে কুপিয়ে হত্যা করতে পারে, তারা তা বিশ্বাসই করতে পারছেন না।
আরও পড়ুননিহত সালামের মেয়ে ফাতেমা আক্তার বলেন, ‘আমার জানা মতে, বাবার কোনো শত্রু ছিল না। কে বা কারা আমার সহজ-সরল বাবাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’ সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় নিহত সালামের স্ত্রী বাছাতন বেগম বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন