ভিডিও বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

‘বিয়েতে বিশ্বাসী নই, পুরুষ কেবল শয্যাসঙ্গীর প্রয়োজনেই’

‘বিয়েতে বিশ্বাসী নই, পুরুষ কেবল শয্যাসঙ্গীর প্রয়োজনেই’, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী টাবুর এক বক্তব্যে তোলপাড় মিডিয়া জগত থেকে ভক্ত, অনুরাগী সবাই। তবে তার সেই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই টনক নড়েছে অভিনেত্রীর। তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তা সংবাদমাধ্যমে বিকৃত করে প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন। এর জেরে ভুগতে হচ্ছে টাবুকে। শুধু তাই নয়, এ ধরনের খবর পরিবেশনের বিরোধিতা করে সংবাদমাধ্যমকে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন অভিনেত্রী।

এর আগে ২০২৪ সালে টাবু 'ক্রিউ' ছবিতে অভিনয় করেছিলেন। সেই সিনেমার প্রচারের সময় তাকে প্রশ্ন করা হয়েছিল-টাবু বিয়েতে বিশ্বাসী কিনা? জবাবে অভিনেত্রী বলেছিলেন-বিয়েতে বিশ্বাসী নই, পুরুষ কেবল শয্যাসঙ্গীর প্রয়োজনেই...! সম্প্রতি বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের 'ভূত বাংলা' ছবিতে যোগ দিয়েছেন অভিনেত্রী টাবু। এ ছবিতে টালিউডের যিশু সেনগুপ্তকেও দেখা যাবে। অভিনেত্রী নিজেই সেই খুশির খবর শুনিয়েছিলেন। তখনই প্রকাশ্যে আসে তার এই বক্তব্য। 

আরও পড়ুন

টাবুর এই বক্তব্য আবারও ভাইরাল হয়। সে কারণে সামাজিক মাধ্যমে নাস্তানাবুদ হচ্ছেন অভিনেত্রী। নেটিজেনদের নানারকম মন্তব্যে টাবু বলেন, পুরোটাই সংবাদমাধ্যমের কারসাজি। তিনি আগে কখনো এ রকম কোনো কথা বলেননি। তার ভাবমূর্তিতে কালি ছেটাতে কিছু গণমাধ্যম উঠেপড়ে লেগেছে। যেখানে রমরমিয়ে এ ধরনের কুৎসিত খবর প্রচার করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট হাসপাতালে দুদকের অভিযান , মিলেছে অনিয়ম

আজও দেখা মেলেনি সূর্য্যরে শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

নাটোরের সিংড়ায় আগুনে ১১টি ঘর পুড়ে ছাই

দৈনিক করতোয়ার সাব-এডিটর শাহিনের নানার ইন্তেকাল

পাবনার সুজানগরে জানুয়ারি মাস থেকেই জমজমাট প্রাইভেট বাণিজ্য