চট্টগ্রামে দুই এলাকা থেকে দুই জনের লাশ উদ্ধার
নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়া উপজেলায় স্থানীয় রাস্তার পাশ থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
হাটহাজারী উপজেলার নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায়ে এক ব্যাক্তির ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এখনো লাশের কোন পরিচয় জানা যায়নি। আনুমানিক ৬০ বছর বয়সী এই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে থাকতে পারেন বলে ধারা করছে পুলিশ।
আরও পড়ুনপটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় সড়কের পাশে বিলের মধ্যে বেল্ট দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এই ব্যক্তিকে কেউ হত্যা করে লাশ ফেলে রেখে গেছে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে পুলিশ অনুসন্ধান করছে।
মন্তব্য করুন