পাবনার সুজানগরে জানুয়ারি মাস থেকেই জমজমাট প্রাইভেট বাণিজ্য
সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রমে জানুয়ারি মাস থেকেই শুরু হয়েছে জমজমাট প্রাইভেট বাণিজ্য।
জানা যায়, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। ওইসব বিদ্যালয়ের মধ্যে খুব কম বিদ্যালয় রয়েছে যেখানে সন্তোষজনক লেখাপড়া হয়। অধিকাংশ বিদ্যালয়ে তেমন লেখাপড়া হয় না। ফলে ওই সব বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ১২ মাস প্রাইভেট পড়ে থাকে। আর এরমধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা আবার ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত মোট ১৪ মাস প্রাইভেট পড়ে থাকে।
আরও পড়ুনঅভিভাবকরা জানায়, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ২ থেকে ৪ জন করে শিক্ষক আছেন যারা উপজেলায় ভাল প্রাইভেট শিক্ষক হিসেবে বেশ পরিচিত। তারা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানের চেয়ে প্রাইভেট পড়াতেই বেশি আগ্রহী। এদের মধ্যে অনেক শিক্ষক আবার শিক্ষার্থীদেরকে ভাল ফলাফলের জন্য প্রাইভেট পড়তে উৎসাহিত করেন। ফলে অভিভাবকরা নিরুপায় হয়ে তাদের সন্তানের ভাল ফলাফলের জন্য ওই সকল শিক্ষকদের কাছে ধর্না দেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সোলায়মান হোসেন বলেন, প্রাইভেট এবং কোচিং বাণিজ্যের এ চিত্র দেশব্যাপি। সুতরাং ওই বাণিজ্য বন্ধে প্রয়োজন সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ।
মন্তব্য করুন