নাটোরের সিংড়ায় আগুনে ১১টি ঘর পুড়ে ছাই
সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় আগুনে মমতাজ আলীর ১১টি ও ছেলের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়। গত বুধবার দিবাগত রাতে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত ১০টায় সবাই ঘুমিয়ে পড়ে, হঠাৎ রাত দেড়টার দিকে আগুনের ফুলকি চারিদিকে ছড়িয়ে পড়লে চিৎকারে সবাই বের হয়ে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন জানান, তারা যৌথভাবে সবাই বসবাস করে আসছেন। তারা ১১ ভাইয়ের সবার ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। অপর ভাইয়ের আংশিক ক্ষতি হয়েছে।
আরও পড়ুনউপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর দ্রুত ওই পরিবারগুলোকে শুকনো খাবার, শীতবস্ত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।
মন্তব্য করুন