ভিডিও শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

বগুড়ায় দেয়ালে জয় বাংলা স্লোগান লেখায় ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

বগুড়ায় দেয়ালে জয় বাংলা স্লোগান লেখায় ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ, ছবি: দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা ও শেখ হাসিনাতেই আস্থা’ স্লোগান লেখার অভিযোগে জনি (২৩) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আটককৃত যুবক শেরপুর সরকারি কলেজ শাখা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সদস্য ও কলেজরোড এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুসুম্বি ইউনিয়নের বনমরিচা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সরেজমিনে ঘটনাস্থলে গেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ স্থানীয়রা বলেন, গত বুধবার সকালে শেরপুর সরকারি কলেজের দেয়ালে, পুন্যতলা, বনমরিচা বটতলার বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনাতেই আস্থা’ এসব স্লোগান লেখা দেখতে পাই। বিষয়টি নিয়ে এলাকার মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। আজ বৃহষ্পতিবার সকালে আমরা দেয়ালের লেখা মুছে ফেলতে গেলে শেরপুর সরকারি কলেজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি জান্নাতের ছোট ভাই ও কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য জনি মোবাইল ফোনে আমাদের জানায় দেয়ালের লেখা মুছে ফেললে আবারও লেখা হবে। এতে আমরা বুঝতে পারি এই লেখাগুলো জনিই লিখেছে। তখন আমরা তাকে খুঁজে বনমরিচা থেকে আটক করলে সে লেখার কথা স্বীকার করে এবং তার সঙ্গে লালন, সাগর নামে আরও দু’জন জড়িত থাকার কথা বলে। পরে আমরা তাকে পুলিশে সোপর্দ করি। 
উল্লেখ্য, গত সাতদিন আগে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকায় শেরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির গাড়িতে একটি পোস্টাার লাগানো হয়েছিল। সেখানে লেখা ছিল  ‘আইয়ুব, বদি, সাইফুল মৃত্যুর জন্য প্রস্তুত হও’ এই নামগুলো ছিল বিএনপি নেতাদের নাম।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, বিষয়গুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। আটককৃত জনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত কয়েক বছরে মেলেনি সবজির এমন সস্তা দাম

লালমনিরহাটে আ’লীগ নেতা সুমন খানের সম্পত্তি বুঝে নিলো জেলা প্রশাসন 

চীনের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমাতে জোর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘২০২৫ সালের শেষে কিংবা ২০২৬ এর শুরুতে জাতীয় নির্বাচন’

যে কারণে পুরোনো ঠিকানায় ফিরলেন নুসরাত ফারিয়া