“বাংলাদেশের বাজারে সর্বপ্রথম খএ ঙখঊউ বাড় ঈ৪ সিরিজ বাজারজাত করল র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড”
ঢাকা, বাংলাদেশ। বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স কোম্পানি এবং বাংলাদেশে এলজি ইলেকট্রনিক্সের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে খএ ঙখঊউ বাড় ঈ৪ সিরিজের শুভ উদ্ভোধন করেছে।
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর পক্ষ থেকে সম্মানিত ভাইস চেয়ারপারসন মিসেস সাচিমি হোসেন; ম্যানেজিং ডিরেক্টর, জনাব একরাম হোসেন; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস বিনাস হোসেন এবং এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, মিঃ জেরাল্ড চোন যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম সহ র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড ও এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের অন্যান্য বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।
ক্রেতাদের নতুন সিরিজের প্রতি আকর্ষণের কথা চিন্তা করে র্যাংগস ইলেকট্রনিক্স বরাবরই প্রিমিয়াম সিরিজ টিভি সবার আগে বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকার বাংলামোটরের সোনারতরী টাওয়ারে খএ ঙখঊউ বাড় ঈ৪ সিরিজ বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। নতুন সিরিজের এই টিভিসহ এলজি এর সকল পণ্য পাওয়া যাবে দেশব্যাপী র্যাংগস ইলেকট্রনিক্স এর বিভিন্ন শোরুম ও অনলাইন স্টোর ংযড়ঢ়.ৎধহমং.পড়স.নফ তে।
উদ্বোধনী অফার হিসেবে ঙখঊউ বাড় ঈ৪ এর সাথে থাকছে ফাইভ স্টার হোটেল ঞযব ঈড়ী ঞড়ফধু তে ৩দিন ২রাত এর কাপল ট্যুর প্যাকেজ।
আরও পড়ুনলেটেস্ট মডেলের এই টিভিতে ব্রাইটনেস বুস্টার থাকার কারনে আগের তুলনায় ৩০% বেশি ব্রাইট ডিসপ্লে পাওয়া যাবে। আলফা ০৯, ০৭ জেনারেশন প্রসেসর ব্যবহৃত হবার জন্য যেকোনো গেম খেলা যাবে একদম নিরবিচ্ছিন্নভাবে। ভার্চুয়াল ৯.১.২ আপ-মিক্স অবজেক্ট বেজড ৩উ সারাউন্ড সাউন্ড সিস্টেমে উপভোগ করা যাবে অনন্য সাউন্ড এন্ড মিউজিক। আরো থাকছে আলট্রা স্লিম ডিজাইন এবং হ্যান্ডস-ফ্রি ভয়েস কমান্ড। সর্বাধুনিক বুব-পড়সভড়ৎঃ ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করার জন্য ৫০% কম ক্ষতিকর বেগুনী রশ্নি ও ফ্লিকার-ফ্রি টিভি দেখার অভিজ্ঞতা পাওয়া যাবে এই টিভিতে।
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড গত ৪০ বছর থেকে বাংলাদেশের বাজারে অফিসিয়াল ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করছে ও নিশ্চিত করে যাচ্ছে অফিসিয়াল বিক্রয়োত্তর সেবা।
মন্তব্য করুন