ভিডিও শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামের রৌমারীর মাধ্যমিক বিদ্যালয়ে ৯ হাজার বই পাচারকালে শেরপুরে আটক

কুড়িগ্রামের রৌমারীর মাধ্যমিক বিদ্যালয়ে ৯ হাজার বই পাচারকালে শেরপুরে আটক, ছবি সংগৃহীত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারী উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ শেষ না হতেই অবৈধভাবে রৌমারী থেকে পাচারকালে শেরপুরে একটি পিকআপ ভ্যানে বিনামূল্যে বিতরণের সরকারি প্রায় ৯ হাজার বই আটক করেছে সদর থানা পুলিশ। এসময় শেরপুর থেকে মাইদুল ইসলাম (৩২) ও রৌমারী থেকে জামাল উদ্দিন নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, প্রতিবছরের ন্যায় বছরের প্রথম জানুয়ারিতে সকল মাধ্যমিক স্তরের স্কুলে পাঠ্যবই বিতরণ করা হয়। সেই লক্ষে রৌমারীতে মাধ্যমিক স্তরে ২২ হাজার ২শ’ ছাত্রছাত্রীর স্থলে বই আসে। ২০২৫ সালের সরকারি মাধ্যমিক স্তরের পাঠ্যবই গোপনে পাচার কালে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এসএসআইয়ের এম গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জানুয়ারি রাতে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় পিকআপ ভর্তি মাধ্যমিকের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের সরকারি বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করা হয়। 
এবিষয়ে রৌমারী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন বলেন, বই রাখার গোডাউনের চাবি আমাদের অফিসের নৈশ প্রহরী জামাল উদ্দিনের কাছে থাকে। কিভাবে বইগুলো পাচার হলো আমি জানি না। আমি দুইদিন হলো উলিপুরে এক্সিডেন্ট করে অসুস্থ অবস্থায় রংপুর হাসপাতালে রয়েছি। তবে শুনেছি ২ হাজার বই পাচার হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত) কামরুল ইসলাম বলেন, আমি আজ উপজেলা মাধ্যমিক অফিসার হিসাবে যোগদান করেছি। আমি জানতে পারলাম রৌমারী মাধ্যমিক স্তরের প্রায় ৯ হাজার পাঠ্যবই পাচারকালে শেরপুর জেলায় গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে। মাধ্যমিক কার্যালয়ের নৈশ প্রহরী জামাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আরও পড়ুন

অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, শেরপুর জেলা পুলিশ সুপার রৌমারী থেকে মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যবই পাচারকালে আটক করার বিষয়ে আমাকে জানিয়েছে। পরে রৌমারী উপজেলা চত্তর থেকে নৈশ প্রহরি জামাল উদ্দিন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন আনা হয়। এ বিষয়ে শেরপুর থেকে একটি তদন্তটিম এসে তাকে জিজ্ঞাসাবাদ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত কয়েক বছরে মেলেনি সবজির এমন সস্তা দাম

লালমনিরহাটে আ’লীগ নেতা সুমন খানের সম্পত্তি বুঝে নিলো জেলা প্রশাসন 

চীনের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমাতে জোর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘২০২৫ সালের শেষে কিংবা ২০২৬ এর শুরুতে জাতীয় নির্বাচন’

যে কারণে পুরোনো ঠিকানায় ফিরলেন নুসরাত ফারিয়া