বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা
বরিশালের বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে বাকেরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয় বলে ওসি সফিকুল ইসলাম জানিয়েছেন।
অভিযুক্ত ছাত্রদল নেতা হলেন- রুহুল আমিন হাওলাদার (৩৪)। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাহেবগঞ্জ মাদ্রাসা রোড এলাকার মোতাহার হাওলাদারের ছেলে।
মামলার বরাতে ওসি বলেন, প্রতিবেশি এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে সখ্যতা গড়ে ওঠে অভিযুক্তের। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক হয়। ওই তরুণী বরিশাল নগরীর ইউনিকেয়ার হেলথ অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কোর্স করার সময় ভাড়া বাসা নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে বাস করেন তারা। এ সময় বিয়ের প্রলোভনে ২০২৩ সালের ১১ জুন থেকে গত ১৫ জানুয়ারি পর্যন্ত তারা এক সঙ্গেই থাকেন। বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা করেন অভিযুক্ত রুহুল আমিন। এক পর্যায়ে ওই তরুণীকে হুমকি দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন অভিযুক্ত।
আরও পড়ুনওসি বলেন, বুধবার রাতে ভুক্তভোগী বাদী মামলা করেন। মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা রুহুল আমিন হাওলাদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মন্তব্য করুন