ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

নারীর সৌন্দর্যে চুলের যত্ন

সংগৃহীত,নারীর সৌন্দর্যে চুলের যত্ন

লাইফস্টাইল ডেস্ক : নারীর সৌন্দর্যের অর্ধেক বহন করে ঘন-কালো চুল। সেই নারীই আজ শত কাজে ব্যস্ত। কেননা, কর্মজীবী নারীরা এখন নিয়মিত বেরোচ্ছেন ঘরের বাইরে। এই সময়টাতে হুট করেই বাতাসে ধুলা উড়ছে, আবার ঝুম বর্ষণে ভিজে যাওয়ার আশঙ্কাও থাকছে। যাঁদের চুল বেশ লম্বা, তাঁরা একটু ঝামেলায় পড়ছেন বটে। আর শীত মৌসুম এলে যেন কাজ বেড়ে যায় কয়েকগুণ। এমন সমস্যার সমাধানের উপায়ও অনেকের মাথায় আসে না। তবে এসবেরও আছে সমাধান।


তেল 

সপ্তাহে অন্তত এক দিন চুলে তেল লাগান। চুলের যত্নে বাজারে অনেক ধরনের তেল পাওয়া যায়। সবচেয়ে ভালো নারিকেল তেল এবং ক্যাস্টর অয়েল মিশিয়ে হালকা গরম করে চুলের গোড়ায় লাগান। এতে করে চুলের রক্ত সঞ্চালন ভালো হয়। চুল পড়া কমে এবং চুল ঘন ও কালো হয়।

সপ্তাহে এক দিন হেয়ার প্যাক

আরও পড়ুন

চুল রেশমি-কোমল ও উজ্জ্বল রাখতে সপ্তাহে এক দিন প্যাক লাগানো প্রয়োজন। এটি চুলে ম্যাজিকের মতো কাজ করে। ঘরে থাকা উপকরণ দিয়ে হেয়ার প্যাকটি বানিয়ে নিতে পারেন। একটি ডিম, দুই চামচ টক দই, একটি কলা, কয়েক টুকরা পেঁপের সঙ্গে মেথিগুঁড়া একত্রে মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পু শেষে অবশ্যই কন্ডিশনার লাগাতে ভুলবেন না। এতে করে চুলপড়া কমবে। চুল বেশ ঝলমলে ও উজ্জ্বল হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীমণি নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বললেন 

শাহজাহান ওমরসহ তিনজন নতুন মামলায় গ্রেপ্তার

আজ নেইমার জুনিয়রের জন্মদিন

আজ দিল্লিতে ভোট, কেজরিওয়ালের দলের নজর হ্যাটট্রিক জয়ে 

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম