ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রতি আসনের বিপরীতে ঢাবিতে লড়ছেন ৪৩ শিক্ষার্থী

প্রতি আসনের বিপরীতে ঢাবিতে লড়ছেন ৪৩ শিক্ষার্থী, ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী লড়াইয়ে বসেছেন। এ ইউনিটে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিচ্ছেন।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলবে। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটি একযোগে অনুষ্ঠিত হচ্ছে।শিক্ষার্থীরা সকাল সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছেন। ইতোমধ্যে শিক্ষার্থীদের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার বিষয়ে প্রবেশপত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রশ্ন ও উত্তরপত্রে সব লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। সব ধরনের পেন্সিলের ব্যবহার নিষিদ্ধ।

এ ছাড়া সব ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এমন ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি-পরীক্ষা সরাসরি বাতিল হবে।

আরও পড়ুন

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪১৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ শিক্ষার্থী।বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ওপর ১০০ মার্কের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এমসিকিউ অংশে ৬০ মার্ক এবং লিখিত অংশে ৪০ মার্ক থাকবে। এর আগে, গত বছরের ৪ নভেম্বর ভর্তি আবেদন শুরু হয়ে তা ২৭ নভেম্বর রাত ১২টায় শেষ হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজাহান ওমরসহ তিনজন নতুন মামলায় গ্রেপ্তার

আজ নেইমার জুনিয়রের জন্মদিন

আজ দিল্লিতে ভোট, কেজরিওয়ালের দলের নজর হ্যাটট্রিক জয়ে 

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম

আজ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায়