পাওয়া গেছে সৌরভের বায়োপিকের নায়ক
স্পোর্টস ডেস্ক : শেষ চার বছর ধরেই শোনা যাচ্ছে, বলিউডে আসতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। ২০২১ সালে ভারতের সাবেক অধিনায়ক নিজেই ঘোষণা করেছিলেন সে কথা। কে হতে পারেন পর্দার সৌরভ, তা নিয়ে আলোচনা তখন থেকেই। রণবীর কাপুরকে পছন্দ ছিল ‘দাদা’র। তবে রণবীর রাজি হননি।
পরে শোনা যায়, আয়ুষ্মান খুরানা থাকতে পারেন লিড রোলে। সেও রাজি হয়নি। প্রসেনজিৎ ও যিশুর পক্ষ থেকেও আসেনি ইতিবাচক সাড়া। এবার ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, সৌরভের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন রাজকুমার রাও। ‘স্ত্রী টু’- সিনেমায় ঝড় তোলা রাজকুমার হবেন পর্দার মহারাজ। তার সঙ্গে কথাবার্তাও অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। অল্প সময়ের মধ্যে শ্যুটিং শুরু হতে পারে বলেও শোনা যাচ্ছে। রাজকুমারকে লিড চরিত্রে সৌরভসহ সবার পছন্দও হয়েছে। এখন রাজকুমার রাজি হলেই হয়!
আরও পড়ুনমন্তব্য করুন