ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকায় হয়ে গেলো ‘কাবিশ’র কনসার্ট 

ঢাকায় কেমন হলো ‘কাবিশ’র কনসার্ট, ছবি: দৈনিক করতোয়াদৈনিক করতোয়া

বিনোদনডেস্ক: চার ভাষায় জনপ্রিয় গান দিয়ে দর্শক মাতালো ‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’। এ কনসার্টেই গান গাইতে পাকিস্তান থেকে ঢাকায় আসেন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল ‘কাবিশ’। তাই এ গানের আসরে ছিল সংগীতপ্রেমীদের উপচেপড়া ভিড়। শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর সেনাপ্রাঙ্গণে সন্ধ্যা ৬টায় শুরু হয় কনসার্ট। এ কনসার্টে অংশ নিতে দুপুর থেকেই ঢল নামে কাবিশ ভক্তদের। লম্বা লাইন মাড়িয়ে কনসার্টস্থলে প্রবেশ করেন তারা।কনসার্টে দর্শকদের উপস্থিতির জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত ভেন্যুর মূল গেট খোলা ছিল। এরপরই নিরাপত্তার খাতিরে মূল দরজা বন্ধ করে দিয়ে শুরু হয় গানের আয়োজন।মঞ্চে প্রথমে আরমিন মুসা, ঘাস ফড়িং ফায়ার, লেভেল ফাইভ, শূন্য ব্যান্ডের গান পরিবেশিত হয়। এরপরই মঞ্চে গান গেয়ে শোনান জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণব ও সুনিধি।


রাত ১০টায় মঞ্চে ওঠেন কনসার্টের মূল আকর্ষণ পাকিস্তানে জনপ্রিয় ব্যান্ড দল ‘কাবিশ’। একে একে গেয়ে শোনান তেরে পেয়ার মে, বাচপান, ফাসলের মতো জনপ্রিয় গানগুলো।এক মঞ্চে নানা সুরে কখনো বাংলা, কখনো হিন্দি, কখনো উর্দু, আবার কখনো ইংরেজি গান উপভোগ করার সুযোগ পান উচ্ছ্বাসিত ভক্তরা।

আরও পড়ুন


 
সুরের মোহনায় ছিল এক টুকরো জুলাই বিপ্লবের ঢেউও। শূন্য ব্যান্ডের বেহুলা কিংবা শোনো মহাজনের সুর জুলাই বিপ্লবের স্মৃতিতে ভাসায় দর্শকদের। এক মঞ্চে নানা সুরে কখনো বাংলা, কখনো হিন্দি, কখনো উর্দু, আবার কখনো ইংরেজি গান উপভোগ করার সুযোগ পান উচ্ছ্বাসিত ভক্তরা।
 
সুরের মোহনায় ছিল এক টুকরো জুলাই বিপ্লবের ঢেউও। শূন্য ব্যান্ডের বেহুলা কিংবা শোনো মহাজনের সুর জুলাই বিপ্লবের স্মৃতিতে ভাসায় দর্শকদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরের কুজাইলহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

২১টি পদে ৮২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ শিশু একাডেমি

এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার নতুন নেতা

বিএসইসির সদ্য সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টাসহ চার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের বিরলের একটি গ্রামে কথিত দুষ্ট জ্বিন আতংকে সাধারণ মানুষ