১৫৩ বন্দিকে মুক্তি দিলো হুথিরা
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী প্রায় ১৫৩ বন্দিকে মুক্তি দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি ফর দ্য রেডক্রসের (আইসিআরসি) সহায়তায় শনিবার (২৫ জানুয়ারি) এই পদক্ষেপ নেওয়া হয়।
আরও পড়ুনবন্দিদের মুক্তির বিষয়টি আইসিআরসি থেকে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। সংস্থাটি জানিয়েছে, ওই ব্যক্তিরা দেশটির রাজধানী সানায় আটক ছিলেন। আইসিআরসি’র সদস্যরা নিয়মিত তাদের সঙ্গে দেখাসাক্ষাৎ করতেন। অবশ্য মুক্তি পাওয়া ব্যক্তিদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। খবর : রয়টার্স।
মন্তব্য করুন