ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

নতুন বছরে প্রথমে মিউজিক ভিডিওতে শিরীন শিলা

নতুন বছরে প্রথমে মিউজিক ভিডিওতে শিরীন শিলা

অভি মঈনুদ্দীন ঃ সিনেমার একজন নায়িকা হিসেবেই অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন চিত্রনায়িকা শিরীন শিলা। তবে মাঝে মধ্যে গল্প এবং চরিত্র ভালো লাগলে মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেন তিনি। অভিনয় জীবনের শুরুর দিকে অর্থাৎ আজ থেকে সাত বছর আগে বাংলাদেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ‘ও কন্যারে’ গানে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলেছিলেন শিরীন শিলা। এরপর আসিফ আকবরেরই ‘আমার হবিরে তুই’ ও জুবিন গার্গের ‘সদরঘাট’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েও দর্শকের মধ্যে সাড়া ফেলেছিলেন।

মোঃ সামছুল হুদার নির্দেশনায় আসিফ আকবরের সর্বশেষ গান ‘আমার হবিরে তুই’তে শিরীন শিলা ছিলেন বেশ অনবদ্য। তবে এবার যেন তার নতুন মিউজিক ভিডিও নিয়ে শিরীন শিলা আরো বেশি আশাবাদী। এবার শিরীন শিলাকে তার ভক্ত দর্শকেরা দেখতে পাবেন ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ শিরোনামের গানে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সেলিম রেজা। গানটি গেয়েছেন সৈয়দ অমি ও রিমি। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, গানটি কম্পোজ করেছেন সৈয়দ অমি, মিউজিক করেছেন এএন ফরহাদ।

শিরীন শিলা জানান গতকাল শনিবার বিকেলেই গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। এই গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে শিরীন শিলা বলেন,‘ মিউজিক ভিডিওতে আমি খুব কমই কাজ করি। হিসেবে করে দেখা হলে দেখা যাবে যে আসিফ ভাইয়ের দুটি গানে এবং জুবিন গার্গের একটি গানে মডেল হিসেবে কাজ করেছি। প্রত্যেকটি গানই কিন্তু শ্রোতা দর্শকের মধ্যে যেমন বেশ সাড়া ফেলেছে ঠিক তেমনি মিউজিক ভিডিও বেশ ভালোভাবে দর্শক গ্রহন করেছে। অমি-রিমির গাওয়া এই গানটি আমার কাছে ভীষণ ভালোলেগেছে। এই গানটা যেমন সিনেমার ঘরানার একটি গান অর্থাৎ শুনলেই মনে হবে যে একটি প্লে-ব্যাক সং ঠিক তেমনি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে সিনেমার গানের আদলেই। গানটির মিউজিক ভিডিওতে কোরিওগ্রাফি করেছেন হাবিব ভাই। তার নির্দেশনায় এর আগেও কাজ করেছি। যে কারণে এই ভিডিওতে কাজ করতে ভীষণ স্বাচ্ছন্দবোধ করেছি। মূলকথা এই মিউজিক ভিডিওর সবকিছু একেবারে সিনেমার ঘরানারই। তরুণ শ্রোতা দর্শকেরা যে ধরনের গান পছন্দ করেন এই গান ঠিক তেমনি একটি গান। আমার কাছেতো মনে হচ্ছে এই গান ভীষণ সাড়া ফেলবে। অমি-রিমির এই গানে শ্রোতা দর্শক মুগ্ধ হোক, আমার পারফর্ম্যান্সেও মুগ্ধ হোক এমনটাই প্রত্যাশা।’

আরও পড়ুন

এদিকে শিরীন শিলা কিছুদিন আগে বিয়ে করেছেন। ইচ্ছে রয়েছে শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা করার। তিনি জানান শিগগরিই সরকারী অনুদানে নতুন একটি সিনেমার কাজও শুরু করতে যাচ্ছেন। সিনেমার কাজ শুরু করলেই তিনি সবাইকে জানান দেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরের কুজাইলহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

২১টি পদে ৮২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ শিশু একাডেমি

এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার নতুন নেতা

বিএসইসির সদ্য সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টাসহ চার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের বিরলের একটি গ্রামে কথিত দুষ্ট জ্বিন আতংকে সাধারণ মানুষ