চ্যাম্পিয়নকে চমকে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কিস
স্পোর্টস ডেস্ক: দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন শিরোপজয়ী এবং বিশ্বের নাম্বার ওয়ান বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মাঠে নারী এককের টেনিসে ফাইনালে মাঠে নামেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস। যেখানে বেলারুশের টেনিস তারকাকে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ করে ৬-৩, ২-৬, ৭-৫ গেমে জিতে প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেন যুক্তরাষ্ট্রের মেডিসন। যা ২৯ বছর বয়সী কিসের ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম এবং প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা।
রড লেভার এড়িয়ানায় টান টান লড়াইয়ের শেষে বাজিমাত করে গেলেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন। প্রথম সেট জিতে নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের টেনিস সুন্দরী। কিন্তু দ্বিতীয় সেটেও সমতায় ফেরেন টানা দুইবার অস্ট্রেলিয়ান ওপেন জিতা আরিনা সাবালেঙ্কা। তবে শেষ পর্যন্ত বেলারুশের টেনিস তারকাকে হারিয়ে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতেন কিস। এই জয়ের মাধ্যমে সাবালেঙ্কার টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বপ্ন থেমে যায়।
মেডিসনকে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের জন্য অপেক্ষা করতে হল ১৬ বছর। অপেক্ষার এত লম্বা ইতিহাস কারও ক্ষেত্রে এর আগে দেখা যায়নি। অস্ট্রেলিয়ান ওপেনে অবশেষে জয়ের মঞ্চ খুঁজে পেলেন যুক্তরাষ্ট্রের টেনিস সুন্দরী। সেমিতে ইগা সোয়াতেকের বিপক্ষে হেরে যেতে যেতে ফিরে এসেছিলেন। প্রথম সেট হারের পরও অবিশ্বাস্য জিতে উঠে পড়েছিলেন ফাইনালে।
আরও পড়ুনফাইনালের শুরুটা একটু অন্য রকম হয়েছিল। সাবালেঙ্কার বিপক্ষে প্রথম সেটটা জিতেছিলেন ৬-৩। কিন্তু দ্বিতীয় সেটটা আবার হেরে যান ২-৬। ১-১ করে সাবালেঙ্কা তখন ফুটছেন। কিন্তু সেখান থেকেই আবার খেলা ঘুরিয়ে দিলেন ম্যাডিসন। ৭-৫ জিতে নেন সেটটা। তাতে সাবালেঙ্কার হ্যাটট্রিক করার ইতিহাহ রুখ দিয়ে ২০২৫ অস্ট্রেলিয়ান ওপেনে নিজের করে নেন কিস।
বিশ্বের ১৯ নম্বর প্লেয়ার ম্যডিসন এর আগেও সাবালেঙ্কার বিপক্ষে খেলেছেন পাঁচবার। ম্যাডিসন মাত্র একবারই জিততে পেরেছিলেন। তার চার বছর আগে বার্লিনে। সব দিক থেকেই যে কারণে ফেভারিট ধরা হয়েছিল সাবালেঙ্কাকে। দুই প্লেয়ারই টানা ১১টা ম্যাচ জিতে একে অপরের মুখোমুখি নেমেছিলেন। ২৯ বছরে প্রমাণ করে দিলেন ম্যাডিসন, অপেক্ষা থাকতে পারে, কিন্তু সেই অপেক্ষা শেষও হয় একসময়। যেমন ম্যাডিসন কিসের হল।
মন্তব্য করুন