টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার আর্শদিপ
বল হাতে ২০২৪ মৌসুম রাঙিয়েছেন আর্শদীপ সিং। ভারতের টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ে অনন্য অবদান রেখেছিলেন বাঁহাতি পেসার। বছরজুড়ে দারুণ সব পারফরম্যান্স টি-টুয়েন্টিতে আইসিসির বর্ষসেরা খেতাব এনে দিল তাকে। সাদা বলের সংক্ষিপ্ত সংস্করণে মেয়েদের বর্ষসেরা হয়েছেন নিউজিল্যান্ডের মেলি কের।
২০২৪ সালে ১৮ টি-টুয়েন্টি খেলেছেন আর্শদীপ। ২৫ বর্ষী পেসার নিয়েছেন ৩৬ উইকেট। রান খরচেও ছিলেন মিতব্যয়ী। ৬৪.৫ ওভার বল করে ৭.৪৯ গড়ে ৪৮৬ রান খরচ করেন। চার উইকেট নিয়েছেন একবার।
যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে আফগানিস্তানের ফজলহক ফারুকির সঙ্গে শীর্ষ উইকেট শিকারী ছিলেন আর্শদীপ। দুজনই ৮ ম্যাচে ১৭ উইকেট শিকার করেছিলেন। আর্শদীপ গ্রুপপর্বে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৯ রানে ৪ উইকেট নেন। উল্লেখযোগ্য পারফরম্যান্সটি দেখান বার্বাডোজে বিশ্বকাপ ফাইনালে।
চার ওভারে ২০ রান খরচায় ২ উইকেট নেন আর্শদীপ। যদিও সেটা কেবল পরিসংখ্যানই। সাউথ আফ্রিকার বিপক্ষে শিরোপামঞ্চে পাওয়ার-প্লেতে এইডেন মার্করামকে ফেরান। মাঝের দিকে কুইন্টন ডি কককে ফিরিয়ে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন।
আরও পড়ুনরানতাড়া নামা প্রোটিয়াদের শেষ দু-ওভারে জয়ের জন্য দরকার ছিল ২০ রান। ১৯তম ওভারে বলে এসে দুর্দান্ত করেন আর্শদীপ। কেবল চার রান খরচ করেন। শেষ ওভারে ১৬ রান দরকার হয় প্রোটিয়াদের। হার্দিক পান্ডিয়ার ওভারটিতে পর্যাপ্ত রান আদায় করতে ব্যর্থ হয় সাউথ আফ্রিকা। ৭ রানে জিতে শিরোপা যায় ভারতে। আগুনঝরা বোলিংয়ের পর বর্ষসেরার মুকট উঠল আর্শদীপের মাথায়।
২০২৪ পঞ্জিকাবর্ষে আর্শদীপের চেয়ে চার জন বোলার বেশি উইকেট নিয়েছেন। হংকংয়ের এহসান খান ৪৬টি, সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক ৪০টি, শ্রীলঙ্কার ভানিডু হাসারাঙ্গা ৩৮টি এবং সৌদি আরবের উসমান নাজিব ৩৮টি করে উইকেট নেন। আর্শদীপের চেয়ে বেশি খেলেছেন তারা। তাদের মধ্যে একমাত্র হাসারাঙা পূর্ণ সদস্য দেশের হয়ে খেলেছেন।
টি-টুয়েন্টিতে মেয়েদের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের মেলি কের। ২৪ বর্ষী অলরাউন্ডার ২০২৪ পঞ্জিকাবর্ষে ১৮ ম্যাচে ৩৮৭ রান ও ২৯ উইকেট নিয়েছেন। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে শিরোপা জেতাতে অনন্য অবদান রেখেছেন। ছয় ম্যাচে ৪.৮৫ ইকনোমিতে বল করে ১৫ উইকেট নেন। পাশাপাশি ব্যাট হাতে ১৩৫ রান করেন।
মন্তব্য করুন