ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বিপিসি‘র ওয়ান স্টপ সার্ভিস চালু হলে পাম্প করতে আর ঘুরতে হবে না : বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান

বিপিসি‘র ওয়ান স্টপ সার্ভিস চালু হলে পাম্প করতে আর ঘুরতে হবে না : বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান(সচিব) মো. আমিন উল আহসান বলেছেন, আগামী দিনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ওয়ান স্টপ সার্ভিস চালু করবে। পেট্রোলপাম্প করতে চাইলে অন্য কোন দপ্তরে ঘুরতে হবে না। প্রয়োজনীয় কাগজপত্র বিপিসি‘তে জমা দিবে বিপিসি প্রয়োজনীয় দপ্তরে গিয়ে কাজ করে নিবে। পেট্রোল পাম্প করতে গিয়ে কেউ যাতে হয়রানির শিকার না হয় তা দেখা হবে।

তিনি আরও বলেন সড়ক বিভাগ পেট্রোল পাম্প করতে গেলেই তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। অথচ পাম্পের মালিকেরা তাদের নিজস্ব জমিতে ব্যবসা করে। কেবল রাস্তার পাশে জমি ব্যবহার করে বলেই অতিরিক্ত ভাড়া যাতে আর না নেওয়া হয় ভবিষ্যতে সেই দিকটাও দেখা হবে।

তিনি আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বগুড়ার মমইন এ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতাধীন পদ্মা অয়েল কোম্পানী, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পনীর বগুড়া অঞ্চলের ১৬ জেলার ডিলার এবং পরিবেশকদের নিয়ে ডিলার্স মিট এ  এসব কথা বলেন।

বাংলাদেশ প্রেট্রোলিয়াম কর্পোরেশ‘র পরিচালক(বিপনন) কবীর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিলার্স মিট এ বিশেষ অতিথি ছিলেন, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব(অপারেশন)খালিদ আহম্মেদ, বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।

আরও পড়ুন

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, পট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের রাজশাহী জেলা সভাপতি মো. মনিমুল হক, রংপুর জেলা পেট্রোলপাম্প মালিক সমিািতর সাংগঠনিক সম্পাদক রিয়াজ শহীদ শোভন, পঞ্চগড় জেলা পেট্রোলপাম্প মালিক সমিতির নেতা মো. আবু হিরণ, দিনাজপুর জেলা পেট্রোলপাম্প মালিক সমিতির সভাপতি এটিএম হাবিবুর রহমান প্রমুখ।

ডেপুটি ম্যানেজা মো. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ডিলার্স মিট এ আরও উপস্থিত ছিলেন, যমুনা ওয়েল কোম্পানী বগুড়ার ম্যানেজা সাইদুল আলম চৌধুরী, মেঘনা পেট্রোলিয়ামের বগুড়ার সহকারি জেনারেল ম্যানেজার(সেলস) এস এম আব্দুল্লাহ সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ডিলাররা উপস্থিত ছিলেন।

ডিলাসর্ মিট এ প্রধান অতিথি ডিলারদের উদ্যেশে বলেন, মাপে কম দিবেন না। ভেজাল দিবেন না। আপনারাও যখন ডিপো থেকে তেল নিবেন তখন মাপ দেখে নিবেন। তিনি বলেন সৎ ব্যবসা ইবাদতের মত। সৎ ভাবে ব্যবসা করেন। আপনাদের কমিশন কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে সরকারের সাথে আলোচনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

লন্ডনে যাচ্ছেন নুসরাত ফারিয়া

সীমান্ত থেকে আরেক বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

দেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ

রোনালদো-নেইমারের জন্মদিন আজ

‘বৈপ্লবিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ আ’লীগকে প্রত্যাখ্যান করেছে’