ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

আ’লীগ ও তাদের দোসরদের গাড়িতে আর কোনদিন জাতীয় পতাকা উড়বে না : সাবেক এমপি কাজী রফিক

আ’লীগ ও তাদের দোসরদের গাড়িতে আর কোনদিন জাতীয় পতাকা উড়বে না : সাবেক এমপি কাজী রফিক। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, এদেশে আর কোনদিন আওয়ামীলীগ ও তাদের দোসরদের গাড়িতে জাতীয় পতাকা উড়বে না।

তিনি আজ শনিবার (২৫ জানুয়ারি) বগুড়ার সোনাতলার বালুয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দী গ্রামে শহীদ সৈকতের কবর জিয়ারত শেষে সুধি সমাবেশে উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, বিগত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করতে সৈকতের মতো যারা প্রান দিয়েছে জাতি তাদের কোনদিন ভুলবে  না। স্বর্ণাক্ষরে তাদের নাম দেশবাসীর অন্তরে লেখা থাকবে।

সৈকতের বাবাা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক সাহাদত হোসেন পল্টন, সোনাতলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, যুগ্ম আহবায়ক বকুল সরকার, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, সোনাতলা সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জিয়াউর রহমান জুয়েল, ডা. শফিকুল ইসলাম, পাকুল্লা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জিএম আলী হাসান নারুন, রফিকুল ইসলাম রফিক মেম্বার, বিএনপি নেতা আমিনুর ইসলাম, রাজু আহম্মেদ, শিপন মিয়া মিঠু, আতিকুল ইসলাম আজম, মাসুদ রানা, সুমন মিয়া, আব্দুল মালেক, সোহেল রানা, বিএনপি নেতা মুনজুরুল আলম, জুলফিকার রহমান, খাজা মিয়া, রেজাউল করিম, কামরুল ইসলাম বাবু, আব্দুল হাই প্রমুখ।

আরও পড়ুন

প্রধান অতিথি তার বক্তব্য পরিশেষে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে এদেশের ১৮ কোটি মানুষ অপেক্ষা করছে। আমাদের শক্তি জনগণ। জনগণকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহবান জানান।

এরপর তিনি রশিদপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ করেন। এছাড়াও দিগদাইড় ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি দৌলত জামান মাস্টারের কবর জিয়ারত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে যাচ্ছেন নুসরাত ফারিয়া

সীমান্ত থেকে আরেক বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

দেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ

রোনালদো-নেইমারের জন্মদিন আজ

‘বৈপ্লবিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ আ’লীগকে প্রত্যাখ্যান করেছে’

বগুড়ায় ৫০ টাকায় টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড