ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

একটা দল সাধারণ মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা করছে : সৈয়দ শাহীন শওকত

একটা দল সাধারণ মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা করছে : সৈয়দ শাহীন শওকত। ছবি : দৈনিক করতোয়া

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত বলেছেন, একটা দল সাধারণ মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।

তাহলে রাসূল (সাঃ) এর হাদিস গেল কই? দেশের ধর্মান্ধ সাধারণ মানুষকে যেন ওই দল বিভ্রান্ত করতে না পারে, সেজন্য সাধারণ জনগণকে সচেতন করতে হবে। মানুষকে বোঝাতে হবে। দেশের মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জের। সেজন্য এখন থেকেই নেতাকর্মীদের মাঠে নেমে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশকে ভারতের হাতে দিতে চেয়েছিল। সে ষড়যন্ত্র ভেস্তে গেছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জনসভায় প্রধান বক্তা সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত বলেন, দেশের একটি দল যারা দেশের শত্রু তারা বলে, আওয়ামী লীগ ও বিএনপি একই! আওয়ামী লীগের দেশটা ছিল বাপের।

আরও পড়ুন

আর বিএনপি দেশের মানুষের কথা বলে। গণতন্ত্রের কথা বলে। দেশের মেহনতি মানুষের জন্য কাজ করে। দেশের মানুষ আগামী দিনে একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। সেই বাংলাদেশ গড়তে দুই বছর আগে থেকেই তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। সেই নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের  কাজ করতে হবে।'

পোতাজিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে পোতাজিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম তালুকদার চুন্নুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- জনসভায় বিশেষ অতিথি শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপি সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রাজা, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম চৌধুরী শাকীক, কৃষকদল নেতা আবু বক্কার রঞ্জু, যুবদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরের কুজাইলহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

২১টি পদে ৮২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ শিশু একাডেমি

এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার নতুন নেতা

বিএসইসির সদ্য সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টাসহ চার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের বিরলের একটি গ্রামে কথিত দুষ্ট জ্বিন আতংকে সাধারণ মানুষ