লাইভ পারফরম্যান্সে নারী ভক্তকে লিপ কিস, তোপের মুখে উদিত নারায়ন
বিনোদন ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ন। সুরেলা কণ্ঠের পাশাপাশি নিজের সরল ব্যক্তিত্বের জন্য পরিচিত তিনি। সম্প্রতি এক লাইভ পারফরম্যান্সে নারী ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন উদিত নারায়ন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে উদিত নারায়ণ মঞ্চে পারফরম করছেন। আর গানের ফাঁকে ফাঁকে সেখানে উপস্থিত নারী অনুরাগীদের জাপটে ধরে চুমু খাচ্ছেন! বাদ যায়নি লিপ কিসও! ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ তার জনপ্রিয় এবং হিট গান ‘টিপ টিপ বারসা পানি’ গাইছেন। তিনি যখন মঞ্চে পারফর্ম করছেন তখন অনেক নারীই মঞ্চের নিচে এসে জড়ো হন। দূর থেকেই তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। সেটা দেখে সামনে এগিয়ে আসেন গায়ক। গাইতে গাইতেই মাটিতে বসে নিচু হয়ে তাদের সঙ্গে সেলফি তোলেন। কিন্তু এরপরই ঘটান সেই কাণ্ড। একজন নারীর সঙ্গে গায়ে হাত দিয়ে সেলফি তোলেন আর তারপরই তাদের গালে চুমু খেতে থাকেন। এদের মধ্যে এক নারী ভক্ত নিজে গায়ককে চুমু খেতে চাইলে তিনি সেই নারীর ঠোঁটে চুমু দেন। আর সেই দৃশ্য এখন ইন্টারনেটে তুমুল চর্চায়।
আরও পড়ুনতিন দশকের সংগীতজীবন উদিত নারায়ণের। বলিউডে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ থেকে শুরু করে হালের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ পর্যন্ত অজস্র সিনেমায় কালজয়ী গানের গায়ক তিনি। শুধু হিন্দি নয়, উদিত গান গেয়েছেন, বাংলা, অসমিয়া, তামিল, তেলুগু, কন্নড়, নেপালি, ভোজপুরি, ওড়িয়া, সিন্ধিসহ নানা ভাষায়। জিতেছেন জাতীয় পুরস্কারসহ অসংখ্য পুরস্কার।
মন্তব্য করুন