ম্যানসিটি-রিয়াল লড়াই প্লে-অফেই
স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর আগে প্লে-অফেই জমজমাট লড়াই দেখতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। গত তিন মৌসুমেও নক-আউট পর্বে দুই ক্লাবকে মুখোমুখি হতে দেখা গেছে। এবারও মুখোমুখি এবং শেষ ষোলোর আগেই বিদায় নিতে হবে ফেবারিট যে কোনো এক দলকে।
গত মৌসুমে কার্লো আনচেলত্তির দল কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল পেপ গার্দিওলার দলকে। তার আগের মৌসুমে ম্যানসিটি শেষ চারে হারিয়েছিল রিয়ালকে এবং ২০২১-২২ মৌসুমে রিয়াল দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিটিকে ছিটকে দিয়ে ফাইনালে উঠেছিল। এবারের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোয় নাম লিখেছে লিভারপুল, বার্সেলোনা, অ্যাস্টন ভিলা, আর্সেনাল, ইন্টার মিলান, লিলে, লেভারকুসেন ও অ্যাটলেটিকো মাদ্রিদ। গ্রুপ পর্বে এই আট দল ছিল সেরা আটে। প্লে-অফের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১১ ও ১২ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব ১৮ ও ১৯ ফেব্রুয়ারি।
আরও পড়ুনপ্লে-অফের ড্র : কে কার মুখোমুখি : ক্লাব ব্রাহা-আটালান্টা, স্পোটিং লিসবন-বরুসিয়া ডর্টমুন্ড, ম্যানসিটি-রিয়াল মাদ্রিদ, সেলটিক-বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস-পিএসভি, ফেইনুর্দ-এসি মিলান, ব্রেস্ত-পিএসজি, মোনাকো-বেনফিকা।
মন্তব্য করুন