চাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে বিজিবি’র হাতে ফেনসিডিলসহ চোরাকারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বিজিবি’র অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ মো. জাহাঙ্গীর (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি শিবগঞ্জের সাহপাড়া গ্রামের মো. সোহরাবের ছেলে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে দূর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামের নিকটবর্তী মাঠে বিশেষ অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করা হয়। এ সময় তার দেহে অভিনব কায়দায় ‘বডি ফিটিং’ অবস্থায় ফেনসিডিলগুলো পাওয়া যায়।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যে মাদক চোরাচালান সম্ভাবনার কথা জানার পর অভিযান শুরু করা হয়। এ সময় মাঠের মধ্যে দিয়ে আসা সন্দেহজনক ওই ব্যক্তিকে থামার সংকেত দিলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে।
আরও পড়ুনতবে বিজিবি তাকে ধাওয়া করে আটক করে। (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, মনাকষা বিজিপি’র একটি টহল দল অভিযান পরিচালনা করে। আটক ব্যাক্তিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। সীমান্তে বিজিবি কঠোর নজরদারি বজায় রেখেছে বলেও জানান অধিনাায়ক।
মন্তব্য করুন