ভিডিও শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫

রংপুরে ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ছয় গাড়ি, আহত ৩০

রংপুরে ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ছয় গাড়ি, আহত ৩০, প্রতীকী ছবি

রংপুর প্রতিনিধি : রংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ৬টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত পরিবহনগুলোর মধ্যে দুটি যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। এসময় সড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকে থাকে। বন্ধ হয়ে যায় সারাদেশের সাথে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার যানচলাচল।

দুর্ঘটনার দুই ঘন্টা পর গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয় বলে জানান বড়দরগাহ হাইওয়ে থানার পুলিশ। এলাকাবাসী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় চতুর্মুখী এ মোড়ে চারটি বাস, দুটি ট্রাক ও পিকআপ এবং কাভার্ডভ্যান একে অপরকে ধাক্কা দেয়। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে যায়। এ দুর্ঘটনায় ২৫-৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। একই সাথে ঘটনাস্থল থেকে পরিবহনগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু করে। বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেয়া হয়েছে।

আরও পড়ুন

আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, মহাসড়কের ওপর দিয়ে প্রতিদিন বালু ও মাটিবাহী ট্রাক চলাচল করে থাকে। ঘটনাস্থলে মাটি পড়ে সড়কটি ঘন কুয়াশায় পিচ্ছিল হয়েছিল। একই সাথে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় হয়তো চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ধাক্কা দেয়।

হাইওয়ে পুলিশ রংপুর রিজিওয়নের সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম সবার প্রতি অনুরোধ করে বলেন, সড়ক ও মহাসড়কে মৃত্যু ঝুঁকিসহ দুর্ঘটনা এড়াতে চলাচলের সময় গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চলতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বইমেলায় শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেললেন প্রেস সচিব

আমরা সড়কে আর কোন মৃত্যু দেখতে চাইনা - সাবেক এমপি জিএম সিরাজ

রংপুরের পীরগাছায় ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা বাজুসের 

বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ কাজ পাঁচ বছরেও শেষ হয়নি

অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!