ভিডিও শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে স্থাপিত হচ্ছে কিডনি হাসপাতাল

বগুড়ার সারিয়াকান্দিতে স্থাপিত হচ্ছে কিডনি হাসপাতাল। প্রতীকী ছবি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে কিডনি হাসপাতাল স্থাপন করা হচ্ছে। পাশাপাশি জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট এবং প্যারামেডিক ইনস্টিটিউট স্থাপনের কাজও চলছে। এ লক্ষ্যে ইতিমধ্যেই দুই একর জমি নির্বাচন করা হয়েছে।

উপজেলা সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে স্থাপন করা হচ্ছে কিডনি হাসপাতাল। যেখানে স্বল্পমূল্যে কিডনি ডায়ালাইসিস করা হবে। এ হাসপাতালের পাশাপাশি এখানে একটি জেনারেল হাসপাতালও চালু করা হবে। যেখানে সকল প্রকার রোগের অপারেশন করা হবে।

তার পাশাপাশি এখানে একটি নার্সিং ইনস্টিটিউট এবং প্যারামেডিক ইনস্টিটিউটও চালু করা হবে। এ লক্ষ্যে সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে দুই একর জমি নির্বাচন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নির্বাচিত জমি পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাসপাতালের উদ্যাক্ততা বৃটেনের বরো ওফ হাইনডবার্ন শহরের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা ডা. আলতাফুর রহমান তরফদার, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট’র চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত প্রফেসর কাজী কামরুজ্জামান, সদস্য জাবেদ ইউসুফ, সুকুমার চক্রবর্তী, তানভীর দেওয়ান, শারমিনা বানু, তাহমিদা বানু, আরিফুল ইসলাম, পৌর বিএনপি’র সহ সভাপতি লাল মাহমুদ, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকি মো. জাকিউল আলম ডুয়েল প্রমুখ।

ডা. আলতাফুর রহমান তরফদার উপজেলার সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মৃত আব্দুল আজিজ তরফদারের ছেলে। তিনি মুক্তিযুদ্ধকালীন ড. জাফরুল্লাহ চৌধুরীর সাথে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এবং গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন।

আরও পড়ুন

১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি প্রত্যক্ষ অংশগ্রহণ করেন এবং ১৯৫৪ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বগুড়া সারিয়াকান্দি আগমন করলে তার সাথে রাজনৈতিক কাজে মনোনিবেশ করেন। সিডরে ক্ষতিগ্রস্ত এলাকায় তিনি বাড়ি নির্মাণ করেন।

ডা. আলতাফুর রহমান তরফদার বলেন, দেশের সাধারণ মানুষের সাথে কাজ করা আমার ছোটবেলা থেকেই নেশা। শেষ বয়সে এলাকার সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই, এ চিন্তা থেকেই গ্রামে কিডনি হাসপাতাল, জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট এবং প্যারামেডিক ইনস্টিটিউট স্থাপন করতে যাচ্ছি।

এটি বাস্তবায়িত হলে এলাকার সাধারণ মানুষ হাতের কাছেই বিভিন্ন দুরারোগ্য রোগের চিকিৎসা সুবিধা পাবেন। গরিব মানুষও বিশেষ সুবিধা পাবেন। এর মাধ্যমে এই এলাকার অনেক বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া কাহালুতে ট্যাপেন্টাডলসহ এক মাদক বিক্রেতা গ্রেপ্তার

পুণ্ড্র্র ইউনিভার্সিটি’র সামনে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত

ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন

পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ বাংলাদেশি আটক