ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা বাজুসের
গত জানুয়ারি মাসে তিনবার বেড়েছিল সোনার দাম। এর মধ্যে দুই দিন না যেতেই আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (১ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা রোববার (২ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ২৯ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়, যা ৩০ জানুয়ারি থেকে কার্যকর হয়।
আরও পড়ুন
মন্তব্য করুন