আমরা সড়কে আর কোন মৃত্যু দেখতে চাইনা - সাবেক এমপি জিএম সিরাজ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ গোলাম মো. সিরাজ বলেছেন, শেরপুর শহর জনবহুল ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। তিন লক্ষাধিক মানুষের বসবাস। এছাড়াও ৬টি উপজেলার অসংখ্য মানুষ প্রতিদিন এই শহরে যাতায়াত করেন। ব্যস্ততম এই শহরে কোন ফ্লাইওভার নেই। যার ফলে রাস্তা পারাপারে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বাড়ছে হতাহতের ঘটনা। আমরা সড়কে আর কোন মৃত্যু দেখতে চাই না।
শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে সড়ক দুর্ঘটনা এড়াতে, যানজট নিরসন ও নিরাপদ চলাচলের স্বার্থে ধুনটমোড় থেকে হাজিপুর পর্যন্ত ২ কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার নির্মাণের দাবিতে প্রায় ৩ হাজার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় স্থানীয় বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবরে।
আরও পড়ুনউপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, সহ-সভাপতি মাহবুব আলী,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, আব্দুল মান্নান, আলহাজ্ব আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, প্রধান শিক্ষক আখতার উদ্দিন, মাওলানা হাফিজুর রহমান, মামুনুর রশিদ আপেল, মোস্তাফিজার রহমান নিলু, তৌহিদুজ্জামান পলাশ, মোয়াজ্জেম হোসেন, আশরাফুদ্দৌলা মামুন, সাহাবুল করিম, শাহ কাওছার আলী কলিন্স, নাসরিন আক্তার পুটি, মীর মাহমুদুর রহমান চুন্নু প্রমুখ।
মন্তব্য করুন