বগুড়া কাহালুতে ট্যাপেন্টাডলসহ এক মাদক বিক্রেতা গ্রেপ্তার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু থানা পুলিশ সাড়ে ৩শ’ পিস ট্যাপেন্টাডলসহ মো. ইলিয়াস আহমেদ (৪২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃত ইলিয়াস আহমেদ উপজেলার নারহট্ট ইউনিয়নের নারহট্ট দোওয়ানী পাড়া গ্রামের মো. আব্দুল করিমের ছেলে।
উল্লেখ্য আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে কাহালু থানার এস.আই মো. রুবেল প্রামানিক উপজেলার পাইকড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে উল্লেখিত পরিমাণ ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে কাহালু থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ ওই দিনই তাকে আদালতে প্রেরণ করে।
আরও পড়ুনমন্তব্য করুন