বগুড়ায় স্টেডিয়াম ও সুইমিংপুল পরিদর্শন করলেন ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব
স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও সুইমিংপুল পরিদর্শন করেছেন। বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম এবং সুইমিংপুল পরিদর্শনকালে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, দীর্ঘ দিন সংষ্কার না করায় শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারীসহ অন্যান্য স্থাপনার অংশে ভগ্নদশার সৃষ্টি হয়েছে।
একই অবস্থা সুইমিংপুলেরও। এ দুটি ক্রীড়া স্থাপনা সংস্কারের জন্য তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের অবগত করবেন এবং সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া’র উপ-পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, চলতি দায়িত্ব) পি এম ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মোস্তফা মোঘল, খালেদ মাহমুদ রুবেল ও হাসান মোল্লা, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল প্রমুখ।
আরও পড়ুনএর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বগুড়া জেলা ক্রীড়া অফিস আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও উৎসবের উদ্বোধন করেন। পরে তিনি যুব সমাবেশে যোগদান করেন।
মন্তব্য করুন