তিন মেয়েকে নিয়ে পঙ্গু ফরিদুলের মানবেতর জীবনযাপন, দানশীলদের সহায়তা কামনা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে তিন কন্যা সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে ভ্যান চালক পঙ্গু ফরিদুল ইসলাম। দুই বছর ধরে খেয়ে না খেয়ে চলছে তাদের দিন। বেঁচে থাকার জন্য তিনি সমাজের দানশীল হৃদয়বানদের মানবিক সহায়তা কামনা করেছেন। ফরিদুল সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সড়াতৈল গ্রামের আব্দুল মজিদের ছেলে।
জানা যায়, প্রায় দুই বছর আগে জীবিকার সন্ধানে বাড়ি থেকে ভ্যানগাড়ি নিয়ে বের হয় ফরিদুল ইসলাম। এরপর ভ্যানে গাছের গুল নিয়ে পার্শ্ববর্তী পিপুলবাড়ীয়া বাজারে যাচ্ছিলেন। সেখানে গাছের গুল নামানোর সময় একটি গুল তার মাজার ওপর পড়ে মারাত্মক আহত হন ফরিদুল।
দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। গ্রামবাসীর সহায়তায় কিছুদিন চিকিৎসা নিলেও সুস্থ হননি তিনি। এরপর নানা স্থানে চিকিৎসা নিয়েছেন। এতে কোন কাজ হয়নি। ধীরে ধীরে তার পা পঙ্গু যায়। পিঠের নিচে দগদগে ঘা হয়ে এখন তিনি হুইল চেয়ারে চলাচল করছেন ৩০ বছর বয়সি ফরিদুল। অন্যের সহযোগিতা ছাড়া চলাফেরাও করতে পারেন না।
এমন অবস্থায় কর্মহীন হয়ে তিন কন্যা সন্তানকে আর স্ত্রীকে নিয়ে চরম মানবেতর জীবনযাবন করছেন তিনি। সংসার চালাতে বাধ্য হয়ে তার স্ত্রী চ্যামেলী খাতুন অন্যর বাড়িতে ঝিয়ের কাজ করছেন। এতে যা আয় রোজগার হয় তাই দিয়ে কোন রকম খেয়ে পড়ে বেঁচে আছেন তারা। পরিবারের আয় রোজগারের ব্যবস্থা না থাকায় মেয়েদের পড়াশোনাও এখন বন্ধ হবার উপক্রম। অর্থের অভাবে তার চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ কেনা যাচ্ছে না। সম্পদ বলতে ফরিদুলের বাবার ২/৩ শতক ভিটা ছাড়া কিছুই নেই।
আরও পড়ুনএমন অবস্থায় চরম বিপাকে পড়েছে তার পরিবার। ফরিদুলে স্ত্রী চ্যামেলী খাতুন জানান, নিজেদর সম্বল এবং আত্মীয় স্বজনের কাছ থেকে ধারদেনা করে স্বামীকে চিকিৎসা করিয়েছি। এখন আর পথ না থাকায় তাকে চিকিৎসা করাতে পারছি না। ধীরে ধীরে সে আরও অসুস্থ হয়ে পড়ছে। আমি অন্যর বাড়িতে কাজ করে যা পাই তাই দিয়ে কোন মতে মেয়েদের নিয়ে খেয়ে বেঁচে আছি।
ফরিদুলের বাবা আব্দুল মজিদ জানান, চোখের সামনে ছেলেটা আমার বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। বাবা হয়ে কিছুই করতে পারছি না। আমাদের সেই সাধ্য নেই। ছেলের অর্বতমানে তার মেয়েদের কি হবে তা ভেবে কুল পাচ্ছি না। তিনি তার সন্তানের চিকিৎসা এবং পরিবারের বেঁচে থাকার জন্য সমাজের হৃদয়বান এবং দানশীলদের সহায়তা কামনা করেছেন।
মন্তব্য করুন