দিনাজপুরের চিরিরবন্দরে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের স্মরণ নিয়ে দেয়ালে অঙ্কন করা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ ও ছাত্রলীগ স্লোগান লেখার ঘটনা ঘটেছে।
এ নিয়ে উপজেলায় ছাত্র-জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার সকালে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন প্লাটফর্মের দেয়ালে এ চিত্র দেখা যায়। ধারণা করা হচ্ছে, গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এসব লেখা হয়।
গ্রাফিতি অঙ্কনে মুখ্য ভূমিকা পালনকারী সোহেল সাজ্জাদ ও মনিরুজ্জামান মনিরসহ কয়েকজন শিক্ষার্থী জানান, রাতে অপশক্তিরা গ্রাফিতিগুলো নষ্ট করেছে। গ্রাফিতিগুলোর ওপর ‘জয় বাংলা’ ও ছাত্রলীগ স্লোগান লিখে রেখেছে। হাইকোর্ট জয় বাংলা স্লোগান স্থগিত করেছে। এটা তো আমাদের বিষয় না। তারা কেন আমাদের গ্রাফিতিগুলো নষ্ট করল? শিক্ষার্থীরা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন দেয়ালে এসব প্রতিবাদী চিত্র অঙ্কন করা হয়। শেখ হাসিনা ও আওয়ামী বিরোধীতার পাশাপাশি এসব গ্রাফিতিতে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে।
আরও পড়ুনস্থানীয়রা বলেন, তারা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ ও ছাত্রলীগ না লিখে অন্য কোথাও লিখতে পারতো। কেন তারা আমাদের চেতনার ওপর আঘাত করছে? এ কাজ যারা করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করে না-এটা তারই প্রমাণ বহন করে।
গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ ও ছাত্রলীগের স্লোগান লেখানোর প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গত শুক্রবার রাতে একটি বিক্ষোভ মিছিল করে শহিদ মিনারে সমাবেশ করে। সমাবেশে নেতৃবৃন্দ গ্রাফিতি নষ্টকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মন্তব্য করুন