ভিডিও রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার আমদানি বন্ধ

বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার আমদানি বন্ধ

লালমনিরহাট জেলা প্রতিনিধি ও পাটগ্রাম সংবাদদাতা : পূর্ব ঘোষণানুযায়ী আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে লালমনিরহাট স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার পাথর আমদানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথরের আমদানি মূল্য অনেক বেশি হওয়ায় বুড়িমারী বন্দরের আমদানিকারকরা ব্যাপক লোকসানে পড়ছেন। এ বিষয়ে গত জানুয়ারি মাসের মাঝামাঝিতে পাথরের ডলার মূল্য কমাতে ভারত-ভুটানের রপ্তানিকারকদের চিঠি দিয়েছিলাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

সূত্র মতে, ওই চিঠিতে গত ৪ ও ১৬ জানুয়ারি ব্যাংকিং সুদ ও আমদানি ব্যয় বৃদ্ধি এবং বাজার মূল্যের বিভিন্ন দিক উল্লেখ করে ভারত ও ভুটানের পাথর রপ্তানিকারকদেরকে মূল্য পুনঃর্নিধারণের বিষয়টি উল্লেখ করার পাশাপাশি ব্যবসায়িক লোকসান ঠেকাতে ভুটান থেকে স্টোন বোল্ডার তোর্শা প্রতি মেট্রিক টন ১৫ ডলার ও সামসি স্টোন ১৪ ডলারে এবং ভারতের বোল্ডার তোর্শা প্রতি মেট্রিক টন ১০ ডলারে রপ্তানি মূল্য নির্ধারণ করতে সিদ্ধান্ত জানানো হলেও তাতে সাড়া মেলেনি। ফলে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে ভারত ও ভুটানের বোল্ডার পাথর আমদানি বন্ধ করা হয়েছে।

এ প্রসঙ্গে কথা হলে বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, সকল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন মিটিং করে দাম নির্ধারণ করে দিয়েছি। এ দামে যদি তারা না দেয় তাহলে আমদানি বন্ধ থাকবে।

আরও পড়ুন

অপরদিকে বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি আরও বলেন, ভুটানি এবং ভারতের বোল্ডার পাথরের বর্তমান দাম নির্ধারণে সেখানকার রপ্তানিকারকদের যে প্রস্তাব দেওয়া হয়েছিল- এখন পর্যন্ত কোনো সাড়া না পাওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে পাথর আমদানি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার আমদানি বন্ধ

দিনাজপুরের চিরিরবন্দরে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই বস্তা ফেন্সিডিলসহদুই মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে ৩ বন্ধু নিখোঁজ

বগুড়া ধুনটে চুরি ঠেকাতে পুলিশি টহল ব্যর্থ : সড়কে চেকপোস্ট

তিন মেয়েকে নিয়ে পঙ্গু ফরিদুলের মানবেতর জীবনযাপন, দানশীলদের সহায়তা কামনা