ভিডিও রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

শেফিল্ডে অভিষেকেই ম্যাচসেরা হামজা

শেফিল্ডে অভিষেকেই ম্যাচসেরা হামজা, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : শেফিল্ড ইউনাইটেডের হয়ে অভিষেকেই আলো ছড়ালেন বাংলাদেশের হামজা চৌধুরী। ইংলিশ চ্যাম্পিয়নশিপে ডার্বি কাউন্টির বিপক্ষে ১-০ গোলে জয়ের দিনে ম্যাচসেরা হয়েছেন তিনি। শনিবার (১ ফেব্রুয়ারি) ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে হামজা লেখেন, ‘সেখানে থাকতে পেরে আনন্দিত। প্রথম ম্যাচ, প্রথম জয়।’

হামজার পারফরম্যান্সে মুগ্ধ শেফিল্ড ইউনাইটেড তার একটি ছবি যুক্ত করে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘অভিষেক, ম্যাচসেরা পারফরম্যান্স।’ শেফিল্ডের এই লেখাটাই বলে দেয়, অভিষেক ম্যাচে শেফিল্ডকে জেতাতে কতটা কার্যকরী ভূমিকা রেখেছেন হামজা।

আরও পড়ুন

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে ধারে যোগ দেওয়া এ ডিফেন্সিভ মিডফিল্ডার এদিন শেফিল্ডের শুরুর একাদশে ছিলেন। পুরো ম্যাচে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণভাগে বল ঠেলে দিতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ম্যাচে তিনি বল স্পর্শ করেছেন ৬১ বার, ড্রিবলে শতভাগ সফল, নিখুঁত পাস বাড়িয়েছেন ৮০ শতাংশ। লম্বা করে বল বাড়ানোর চেষ্টায় সফল হয়েছেন চারবার, গ্রাউন্ড ডুয়েলে জিতেছেন পাঁচবার, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন তিনবার, ইন্টারসেপশন (প্রতিপক্ষের পাস দেয়া বল আটকে দেয়া) করেছেন দুবার। হামজার ম্যাচসেরা পারফরম্যান্সের দিনে ৪৯ মিনিটে জয়সূচক গোলটি করেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। ম্যাচ শেষে হামজাকে প্রশংসায় ভাসিয়ে কোচ ক্রিস ওয়াইল্ডার বলেন, ‘হামজা হামজার মতোই খেলেছে। বেশকিছু ধরে সে কোনো ধরনের ফুটবল খেলেনি। এরপরও মাঠে প্রতিটি ভূমিকায় সে চেনা ছন্দে ছিল। আমি ওকে নিয়ে আলোচনা করছিলাম, ভেবেছিলাম ৭০ মিনিট পর তুলে নিব। কিন্তু ওই সময় সে এতটা ভালো খেলছিল যে সেটা আর করা হয়নি।’

এদিকে এ জয়ে ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপ টেবিলের দুইয়ে অবস্থান করছে শেফিল্ড। প্রতি মৌসুমে চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দলের সরাসরি প্রিমিয়ার লিগে উত্তরণ হয়। ফলে অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগটিতে ফিরবে শেফিল্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুর শহরের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

ফেনীতে কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শপআপের চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

জার্মান লিগে কেইনের রেকর্ড

সাতক্ষীরায়  চাঁদাবাজি মামলায় ৪ আ.লীগ নেতা আটক 

পটুয়াখালিতে ঘন কুয়াশার কারণে ক্ষতির মুখে সবজি চাষিরা