ভিডিও রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

তিন মাইলফলক স্পর্শ করলেন সালাহ

তিন মাইলফলক স্পর্শ করলেন সালাহ

স্পোর্টস ডেস্ক : মাইলফলকের তো আর শেষ নেই, তবে বোর্নেমাউথের বিপক্ষে খেলতে নামার আগে লিভারপুলের মোহামেদ সালাহর সামনে ছিল সুনির্দিষ্ট তিনটি মাইলফলক। তিনটিই স্পর্শ করেছেন মিশরীয় তারকা। এর একটি হলো হলো প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলে সপ্তম স্থানে থাকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে ধরার, আরেকটি লিগে পাঁচ মৌসুম ২০ গোল করার। সবচেয়ে গুরুত্বপূর্ণ রেকর্ডটি বোধহয় ইউরোপে ৩০০ গোল পূর্ণ করা।

চেলসি কিংবদন্তির তিন ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে গোল ১৭৭টি। বোর্নেমাউথের ম্যাচের আগে তাকে ধরার জন্য সালাহর প্রয়োজন ছিল ১ গোল। পেনাল্টি গোলে ল্যাম্পার্ডকে ধরে পরে তাকে ছাড়িয়েও গেছেন লিভারপুল তারকা। ৭৫ মিনিটে দ্বিতীয় বার বল জালে জড়ান তিনি, প্রিমিয়ার লিগে তার গোল এখন ১৭৮টি। ২৬০ গোল নিয়ে শীর্ষে বসে আছেন অ্যালান শিয়েরার।

টটেনহ্যামের হয়ে হ্যারি কেনের গোল ২১৩টি, ওয়েইন রুনির ২০৮টি। ১৮৭ গোল নিয়ে চারে অ্যান্ডি কোল। সার্জিও আগুয়েরোর গোল ১৮৪টি। বোর্নেমাউথের বিপক্ষে জোড়া গোল করায় এবারের লিগে সালাহর গোল হলো ২১টি। লিভারপুলে আরও চার মৌসুম ২০টির বেশি করে গোল করেছেন তিনি। প্রিমিয়ার লিগে সালাহর চেয়ে ভালো রেকর্ড মাত্র তিনজনের। শিয়েরার ৭, আগুয়েরো ৬ ও হ্যারি কেন ৬ মৌসুম ধরে ২০ বা তার বেশি গোল করেছেন।

আরও পড়ুন

ইউরোপিয়ান ফুটবলে ৩০০ পূর্ণ করার জন্য সালাহর দরকার ছিল ১ গোল। বোর্নেমাউথের বিপক্ষে দুই গোল করে ট্যালিটাকে ৩০১-এ নিয়ে গেছেন ৩২ বছর বয়সি তারকা। লিভারপুলে তার গোলসংখ্যা ২৩৬, বাসেলে ২০, চেলসিতে ২, ফিওরেন্তিনায় ৯ ও রোমায় ৩৪।

সালাহর মাইলফলকময় দিনে লিভারপুল বোর্নেমাউথকে ২-০ গোলে হারিয়ে লিগে জয়ের ধারা বর্ধিত করেছে ১৯ ম্যাচ-এ। টেবিলের শীর্ষস্থান কিন্তু তাদের দখলেই—২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট। আর দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৭।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা মুরাদ খান গ্রেপ্তার

খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

জয়পুরহাটের কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়ার শিবগঞ্জে অগভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

 যে কারণে দুই বছর স্পনসরহীন ব্যাট দিয়ে খেলেন টেন্ডুলকার

যমুনা অভিমুখে জুলাই আন্দোলনে আহতরা, ব্যারিকেড দিয়ে পুলিশের বাঁধা