যশোরে খাদের পানি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক: যশোরের মনিরামপুরে রাজগঞ্জ-কেশবপুর আঞ্চলিক সড়কের হাকিমপুর এলাকার সড়কের পাশের খাদের পানি থেকে এক ব্যক্তির মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, বড় কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষে অথবা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুর রশিদ (৪৮)। তিনি কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোপসানা গ্রামের মোহর আলীর ছেলে। পেশায় একজন নৈশপ্রহরী ছিলেন।
আরও পড়ুনমনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘‘সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন