ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

মোটরসাইকেল গাছের সাথে ধাক্কায় ২ ভাইয়ের মৃত্যু

মোটরসাইকেল গাছের সাথে ধাক্কায় ২ ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের আলীয়াবাদ এলাকায়  মোটরসাইকেলে রক্ত দিতে গিয়ে শিহাব উদ্দিন (২৫) ও বোরহান উদ্দিন (২৪) নামে আপন দুই চাচাতো ভাই  দুর্ঘটনায় মৃত্যু হয়। 

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব উপজেলার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে, বোরহান উদ্দিন একই এলাকার ফরিদ মিয়ার ছেলে।

নবীনগর উপজেলায় ব্লাডগ্রুপের প্রতিষ্ঠাতা আজহারুল জানান, শিহাব ও বোরহান অতন্ত ভদ্র ও নম্র ছিলেন। এই দুইজন মানুষের বিপদে যেকোন অবস্থায় ছুটে যেতেন। আজ সকালে কম্পানিগঞ্জে এক রোগীকে মোটরসাইকেলযোগে রক্ত দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিহাবের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে বোহানের মৃত্যু হয়।

আরও পড়ুন

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ইলিয়াস আহম্মেদ জানান, ঘটনাস্থলেই মারা যায় শিহাব। ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় বোরহানের।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘‘শিহাব ঘটনাস্থলে ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্ধবীর সঙ্গে ঘুমোচ্ছিলেন যুবক, গুলি করে দিল পোষ্য কুকুর!

লাখ টাকায় বিক্রি হচ্ছে হোলির পিচকারি! 

চরিত্র হয়ে পর্দায় ফিরতে চান ফারিয়া

বাংলাদেশি মেয়েদের চাকরির আশ্বাসে ভারতে এনে পতিতাবৃত্তি করানো হতো

রমজানে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি খাবার মুসাখখান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব