বান্দরবানে পিকআপ-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২
নিউজ ডেস্ক: বান্দরবানের রুমা সড়কে মুরংগো বাজার সংলগ্ন এলাকায় পণ্যবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় পাইচি ম্রো (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে বলে জানান রোয়াংছড়ি থানার ওসি মুহাম্মদ আবুল কালাম আজাদ।
মারা যাওয়া পাইচি ম্রো রুমা সড়কের ডলিয়ান পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, পণ্যবাহী একটি পিকাআপ ভ্যান রুমার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের তিন আরোহী ডলিয়ান পাড়ায় যাচ্ছিলেন। মুরংগো বাজার সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যানটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটিতে থাকা তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনবান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. দিলীপ চৌধুরী বলেন, “পাইচি ম্রোকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহতদের একজন মাথায় আঘাত পেয়েছেন। অপরজন সমান্য আহত হয়েছেন।”
রোয়াংছড়ি থানার ওসি মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, “মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন।”
মন্তব্য করুন