নাটোরের বড়াইগ্রামে কৃষকলীগ নেতা আটক
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কৃষক লীগ নেতা রবিউল করিম পিন্টুকে (৪৫) আটক করেছে পুলিশ। উপজেলার গোয়ালফা এলাকা থেকে গতকাল শনিবার তাকে আটক করা হয়। রবিউল করিম পিন্টু উপজেলার আগ্রান গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গোয়ালফা এলাকায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি ব্রিজের প্যালাসাইটিং ওয়াল নির্মাণের কাজ চলছিল। গতকাল শনিবার পিন্টুর নেতৃত্বে কয়েকজন যুবক সেখানে এসে কাজে বাধা দেয় ও চাঁদা দাবি করে। এ সময় স্থানীয় লোকজন এসে তাকে আটক করে।
আরও পড়ুনপরে স্থানীয়রা তাকে বেঁধে রেখে থানায় খবর দিলে পুলিশ হাসুয়া ও বোমাসহ তাকে থানায় নিয়ে আসে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন