বগুড়ার শিবগঞ্জে অগভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে এক কৃষকের অগভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের হাটগাড়ী গ্রামের কৃষক আবুল হোসেন সরকার দীর্ঘদিন যাবৎ গোকর্ন মৌজায় ফসলি জমিতে অগভীর নলকূপ স্থাপন করে সেচ দিচ্ছিলেন । গত শুক্রবার রাতে ট্রান্সফরমারটি চুরি হয়ে যায়।
আরও পড়ুনচুরির ঘটনায় আবুল হোসেন সরকার বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন