ভিডিও সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ার নার্সারী করে স্বাবলম্বী বেলাল

বগুড়ার দুপচাঁচিয়ার নার্সারী করে স্বাবলম্বী বেলাল। ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ার মোস্তফাপুর লাইট হাউস এলাকার বেলাল হোসেন (৪৫) নার্সারী করে এখন স্বাবলম্বী। উপজেলার চামরুল ইউনিয়নের মোস্তফাপুর লাইট হাউস এলাকার মনির প্রামানিকের ছেলে বেলাল হোসেনের পৈত্রিক সম্পত্তি বলতে বসতবাড়ি এবং প্রায় ১ বিঘা জমি ছাড়া আর কিছুই ছিল না। এক সময় তাদের সংসারে অভাব অনটন ছিলো।

প্রায় ২৬ বছর আগে তাদের বাড়ি সংলগ্ন লাইট হাউস এলাকায় ১ বিঘা জমি পত্তন নিয়ে দুই ভাই নার্সারী নামে একটি নার্সারী স্থাপন করেন। বাগানে বিভিন্ন ফলদ, বনজ, ঔষধি গাছের চারাসহ বিভিন্ন জাতের ফুলের চারা রোপন করে। এক সময় তার ব্যবসার ব্যাপক প্রসার ঘটে। বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে বিভিন্ন চারা ক্রয় করে। এ ছাড়াও বেলাল হোসেন বিভিন্ন হাট বাজার জনবহুল এলাকায় ভ্যানে ভ্রাম্যমাণ চারা ও ফুলের গাছ বিক্রি করতে থাকে।

এতে লাভও হয় প্রচুর। এরই মাঝেই নার্সারী সংলগ্ন প্রায় দুই বিঘা জমি কেনেন। তার নার্সারীতে ছেলে আবু তালহা ছাড়াও ৫ জন শ্রমিক নিয়মিত কাজ করছেন। বেলাল হোসেন নার্সারীতে বসেই বিভিন্ন চারা বিক্রি করেন। কলেজ পড়ুয়া ছেলে আবু তালহা অবসর পেলেই বাবার পৌত্রিক ব্যবসা ধরে রাখতে বিভিন্ন বাজার, জনবহুল এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভ্রাম্যমাণ ভ্যানে বিভিন্ন ফুলের চারা ও ফুল বিক্রি করে।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপচাঁচিয়া বন্দর এলাকা ভ্রাম্যমাণ ভ্যানে বিভিন্ন ফুলের চারাসহ অন্যান্য গাছের চারা বিক্রয়কালে আবু তালহা জানান, নার্সারী করে তারা এখন স্বাবলম্বী। এক সময় তাদের সংসারে অভাব অনটন থাকলেও এখন সংসারে ফিরে এসেছে স্বচ্ছলতা। বাবা বেলাল হোসেন নার্সারীতে বসেই প্রতিদিন প্রায় ২ হাজার টাকার বিভিন্ন চারা বিক্রি করে থাকেন। সে নিজেও ভ্রাম্যমাণ ভ্যানে প্রতিদিন প্রায় ১ হাজার টাকার ফুলের চারা বিক্রি করে থাকে।

আরও পড়ুন

সে আরো জানায়, বছরের প্রায় প্রতিদিনই তাদের বিভিন্ন ফলদ, বনজ, ঔষুধি গাছের চারাসহ ফুলের চারা বিক্রয় হলেও এই শীত মৌসুমে তার ফুলের চারাসহ ফুল বিক্রির চাহিদা অনেক বেড়ে যায়। এছাড়াও স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসগুলো এলেই তাদের ব্যবসা ভালো হয়। প্রচুর ফুলও বিক্রি হয়ে থাকে। অন্যান্য সময়ের চেয়ে এই দিবসগুলোতে প্রায় ৩ থেকে ৪ গুন লাভও হয়।

সে ভ্রাম্যমাণ ভ্যানে চারা বিক্রির পাশাপাশি পড়ালেখা করছে। ছোট ভাই সে প্রথম শ্রেণির ছাত্র। তার বাবার ইচ্ছা রয়েছে দুই ছেলেকেই লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার। সে আরো জানায়, প্রতি বছর গড়ে এই নার্সারী থেকে সব খরচ বাদ দিয়েও লক্ষাধিক টাকা আয় করে থাকে। সরকারি সহযোগিতা পেলে আগামিতে তাদের এই ব্যবসার আরও প্রসার ঘটানোর আশা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নিয়েছেন অভ্যুত্থানে আহতরা

সোমবার ১১ ঘণ্টা অবরোধের ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার গাবতলীতে আ.লীগ ও যুবলীগের ২ জন গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ায় বিষ দিয়ে প্রবাসীর পুকুরের মাছ নিধনের অভিযোগ, প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি

বগুড়ার দুপচাঁচিয়ার নার্সারী করে স্বাবলম্বী বেলাল