ভিডিও সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় বিষ দিয়ে প্রবাসীর পুকুরের মাছ নিধনের অভিযোগ, প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি

রংপুরের গঙ্গাচড়ায় বিষ দিয়ে প্রবাসীর পুকুরের মাছ নিধনের অভিযোগ, প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি। ছবি : দৈনিক করতোয়া

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রাতের অন্ধকারে দুর্বৃত্তের দেওয়া বিষে রংপুরের গঙ্গাচড়ায় এক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাতের আঁধারে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মঠের পাড় এলাকায় আলী মর্তুজার ছেলে মৎস্য চাষী সৌদি আরব প্রবাসী নুরুন্নবীর মালিকানাধীন পুকুরে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় রোববার সকালে নুরুন্নবীর বাবা আলী মর্তুজা বাদি হয়ে গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী মৎস্য চাষী নুরুন্নবীর ছোট ভাই নুর শাফী জানান, আমার বড় ভাই সৌদি আরবে থাকে। লাভের আশায় ৪ বিঘা জমিতে পুকুর করে ৫ বছর থেকে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন তিনি। শনিবার দুপুরে পুকুরে খাবার দিতে গেলে কিছু মরা মাছ পুকুরে ভেসে থাকতে দেখতে পায় আমাদের পুকুরের দেখাশোনা করার দায়িত্বে থাকা ব্যক্তিরা। পরবর্তীতে খাবারে বিষক্রিয়া সন্দেহে বিভিন্ন প্রতিষেধক প্রয়োগ করেও মাছের মৃত্যু ঠেকানো যাচ্ছিল না।

পরে স্থানীয় জেলে জহুরুল ইসলাম এসে দেখার পর জানান যে, পুকুরে উচ্চ মাত্রার গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হয়েছে। আমরা এ মাছগুলো আগামী রমজান মাসে বিক্রি করতাম। চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ মারা যাওয়ায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হলো। এই অপরাধ যেই করুক না কেন আমি এর সঠিক বিচার চাই।  স্থানীয় জালাল মিয়া জানান, অনেকভাবে চেষ্টা করেও মাছগুলো বাঁচানো গেল না। পুকুরে প্রায় ৪ কেজি ওজনের মাছ পর্যন্ত রয়েছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নিয়েছেন অভ্যুত্থানে আহতরা

সোমবার ১১ ঘণ্টা অবরোধের ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার গাবতলীতে আ.লীগ ও যুবলীগের ২ জন গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়ায় বিষ দিয়ে প্রবাসীর পুকুরের মাছ নিধনের অভিযোগ, প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি

বগুড়ার দুপচাঁচিয়ার নার্সারী করে স্বাবলম্বী বেলাল